মোবাইলে আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান নগদ-এর পরিচালনায় প্রশাসক নিয়োগের স্থগিতাদেশ তুলে নিয়েছে আপিল বিভাগ। এর ফলে প্রতিষ্ঠানটিতে প্রশাসক হিসেবে দায়িত্ব পালনে আর কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের আইনজীবী।
সোমবার (২ জুন) প্রধান বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বে পাঁচ সদস্যের আপিল বেঞ্চ এই আদেশ দেন।
আদালতের রায়ের পর বাংলাদেশ ব্যাংকের পক্ষে আইনজীবী বি এম ইলিয়াস কচি সাংবাদিকদের বলেন, “চেম্বার আদালত প্রশাসক নিয়োগ স্থগিত করেছিলেন। আপিল বিভাগ আজ সেই আদেশ স্থগিত করেছেন। ফলে এখন প্রশাসকের দায়িত্ব পালনে আর কোনো আইনি জটিলতা নেই।”
২০২৩ সালের ২১ আগস্ট বাংলাদেশ ব্যাংক নগদ-এ প্রশাসক নিয়োগ সংক্রান্ত একটি আদেশ জারি করে। এর বৈধতা চ্যালেঞ্জ করে ওই বছরের ২ সেপ্টেম্বর রিট করেন নগদ-এর স্বতন্ত্র পরিচালক মো. শাফায়েত আলম।
তবে ২০২৪ সালের ১৬ ফেব্রুয়ারি হাইকোর্ট রিটটি গ্রহণযোগ্য নয় বলে খারিজ করে দেন। এরপর তিনি আপিল বিভাগে আবেদন করে হাইকোর্টের রায় এবং বাংলাদেশ ব্যাংকের প্রশাসক নিয়োগ আদেশ স্থগিত চান।
গত ৭ মে চেম্বার আদালত উভয় আদেশ আট সপ্তাহের জন্য স্থগিত করেন। এরপর বাংলাদেশ ব্যাংক ওই স্থগিতাদেশ প্রত্যাহারের আবেদন করে, যার শুনানি শেষে আজ আপিল বিভাগ স্থগিতাদেশ বাতিল করল।
এ রায়ের ফলে নগদ-এর পরিচালনায় প্রশাসক দায়িত্ব পালনে আর কোনো বাধা রইল না।