ঢাকা

সাতক্ষীরায় আ.লীগ নেতা হারুন অর রশিদ আটক

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
শেখ হারুন অর রশিদ। ছবি: সংগৃহিত শেখ হারুন অর রশিদ। ছবি: সংগৃহিত

সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন অর রশিদকে আটক করেছে পুলিশ। রোববার (২৯ জুন) দিবাগত রাত ১১টা ৫৫ মিনিটে সদর উপজেলার তার নিজ বাসভবন থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, শেখ হারুন অর রশিদের বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে।

তিনি আরও বলেন, আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ কিছু তথ্য পাওয়া গেছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে এবং তাকে আদালতে পাঠানো হবে।
২০১৯ সালের ১২ ডিসেম্বর অনুষ্ঠিত সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে মুনসুর আহমেদ সভাপতি এবং নজরুল ইসলাম সাধারণ সম্পাদক হিসেবে পুনরায় নির্বাচিত হন। পরবর্তীতে ২০২১ সালের ৮ জানুয়ারি দলীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত চিঠিতে পূর্ণাঙ্গ জেলা কমিটির অনুমোদন দেওয়া হয়। সেই কমিটিতে শেখ হারুন আর রশিদ দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পান।

দপ্তর সম্পাদক হিসেবে তিনি জেলা আওয়ামী লীগের বিভিন্ন সাংগঠনিক কাজ, দলীয় যোগাযোগ ও চিঠিপত্রের দায়িত্ব পালন করছিলেন। দীর্ঘদিন ধরে তিনি দলটির একজন সক্রিয় নেতা হিসেবে কাজ করে আসছিলেন।

এর আগে ২০২৪ সালের ১৮ জুলাই সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সর্বশেষ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ‘কোটা আন্দোলনের নামে সহিংসতা প্রতিরোধে’ ওই দিন জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন দলীয় নেতাকর্মীরা।




কমেন্ট বক্স