ঢাকা

‘আমেরিকা পার্টি’ নিয়ে ট্রাম্পের উদ্বেগ বাড়াচ্ছেন ইলন মাস্ক

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প । প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ।
যুক্তরাষ্ট্রে নতুন রাজনৈতিক দল ‘আমেরিকা পার্টি’ গঠনের ঘোষণা দিয়েছেন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক। এই উদ্যোগকে “হাস্যকর” বলে উড়িয়ে দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে রাজনৈতিক বিশ্লেষকরা সতর্ক করেছেন, মাস্কের নতুন দল রিপাবলিকানদের জন্য বাস্তব হুমকি হয়ে উঠতে পারে, বিশেষ করে কংগ্রেসে যখন তাদের সংখ্যাগরিষ্ঠতা বেশ সংকীর্ণ।

মঙ্গলবার (৮ জুলাই) এ বিষয়ে একটি বিশ্লেষণধর্মী প্রতিবেদন প্রকাশ করেছে বার্তা সংস্থা এএফপি।

টেসলার প্রধান নির্বাহী মাস্ক সম্প্রতি বাজেট ঘাটতি বাড়ানোর আশঙ্কা তুলে ট্রাম্পের সই করা একটি বড় বাজেট বিলের সমালোচনা করেন। এর ঠিক পরেই তিনি ‘আমেরিকা পার্টি’ গঠনের ঘোষণা দেন। যদিও এখন পর্যন্ত মাস্ক দলের বিস্তারিত নীতিমালা উপস্থাপন করেননি, তবুও ধারণা করা হচ্ছে তিনি ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে কিছু কংগ্রেস আসনে প্রার্থী দিতে পারেন।

সাবেক রিপাবলিকান প্রার্থী এবং রাজনৈতিক বিশ্লেষক ম্যাট শুমেকার বলেন, “ইলন মাস্কের নতুন দল রিপাবলিকানদের জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে। কংগ্রেসে তাদের সংখ্যাগরিষ্ঠতা খুবই সীমিত, তাই ভোট ভাগ হয়ে যাওয়ার ঝুঁকি আছে।”

মাস্কের বিপুল সম্পদ ও প্রযুক্তিপ্রেমী তরুণ ভোটারদের মধ্যে তার জনপ্রিয়তাই তাকে অন্যান্য তৃতীয় দলগুলোর তুলনায় এগিয়ে রেখেছে। গত জুনে মাস্কের করা এক অনলাইন জরিপে ৮০ শতাংশ মানুষ নতুন দলকে সমর্থন জানায়।

শুমেকার বলেন, “মাস্কের ব্যক্তিত্ব ও ব্র্যান্ড তরুণ, স্বাধীনচেতা, প্রযুক্তিসচেতন ভোটারদের কাছে অনেক আকর্ষণীয়। তারা অতীতে রিপাবলিকানদের দিকেই ঝুঁকতেন।”

যদিও প্রচুর সম্পদের মালিক মাস্ক রাজনীতিতে বড় অঙ্কের অর্থ ব্যয় করতে আগ্রহী, তারপরও জনপ্রিয়তায় তিনি ট্রাম্পের চেয়ে পিছিয়ে। ‘ফাইভথার্টিএইট’ পরিচালিত জরিপ অনুযায়ী, মাস্কের নেট ফেভারেবিলিটি মাইনাস ১৮.১, যেখানে ট্রাম্পের মাইনাস ৬.৬।

ওয়াশিংটন কলেজের রাজনৈতিক বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ফ্লাভিও হিকেল বলেন, “বর্তমানে রিপাবলিকান ঘাঁটি এবং MAGA (মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন) আন্দোলন একাকার হয়ে গেছে। সেই প্রেক্ষাপটে মাস্ক রিপাবলিকান ভোটারদের মধ্যে খুব বেশি প্রভাব ফেলতে পারবেন কি না, তা নিয়ে সন্দেহ থেকেই যায়।”

মার্কিন রাজনৈতিক ইতিহাসে তৃতীয় দলগুলো খুব কম সময়ই বড় নির্বাচন জিততে পেরেছে। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ইলন মাস্ক চাইলে নির্বাচনে অংশ নিয়ে রিপাবলিকানদের ভোট কাটতে পারেন অথবা প্রার্থী নির্বাচন প্রক্রিয়ায় হস্তক্ষেপ করতে পারেন।

জনসংযোগ বিশেষজ্ঞ এবং রেড বানিয়ান ফার্মের প্রধান ইভান নায়ারম্যান বলেন, “মাস্কের দল হয়তো সরাসরি বিজয়ী হবে না, তবে কঠিন আসনগুলোতে তিনি রিপাবলিকানদের জন্য ব্যয়বহুল চ্যালেঞ্জ হয়ে উঠতে পারেন।”



কমেন্ট বক্স