ঢাকা

নির্বাচিত সরকারেরই সংস্কারের অধিকার: মঈন খান

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি: সংগৃহীত ছবি: সংগৃহীত
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, শুধুমাত্র নির্বাচিত সরকারই দেশের সংস্কারের কাজ করার অধিকার রাখে।

বুধবার (৩০ জুলাই) রাজধানীর গুলশানে ডেমোক্রেসি ডায়াস বাংলাদেশের আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা বলেন।

ড. মঈন খান পিআর পদ্ধতির জটিলতার প্রসঙ্গে বলেন, যারা পিআর পদ্ধতির দাবি করছেন, তাদের উচিত এ বিষয়ে জনগণের মধ্যে জরিপ চালানো। তখনই স্পষ্ট হবে মানুষ প্রচলিত ভোটব্যবস্থা পছন্দ করে নাকি পিআর পদ্ধতিকে সমর্থন দেয়।

সেমিনারে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, অন্তর্বর্তী সরকারের ‘এক্সিট’ নিয়ে চিন্তা করার সময় এসেছে। তিনি বর্তমান সরকারের পদক্ষেপ পরবর্তী সরকারের কাছে কতটা বৈধতা পাবে তা নিয়েও সংশ্লিষ্টদের মনোযোগী হওয়ার আহ্বান জানান। এছাড়া তিনি বলেন, চলমান সংস্কার প্রক্রিয়ায় যতটা না করা যায় না, ততোটুকু অবশ্যই সম্পন্ন করা উচিত।



কমেন্ট বক্স