ঢাকা

আন্তর্জাতিক সেল ও কৃষক উইং গঠন করল এনসিপি

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি : সংগৃহীত ছবি : সংগৃহীত

দলীয় কার্যক্রম আরও গতিশীল করতে আন্তর্জাতিক সেল ও কৃষক উইং গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।শনিবার (৬ সেপ্টেম্বর) এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আন্তর্জাতিক সেল গঠনের বিষয়টি জানানো হয়। আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন কমিটি অনুমোদন দেন।

আন্তর্জাতিক সেলের সম্পাদক করা হয়েছে সুলতান মোহাম্মদ জাকারিয়াকে এবং সহসম্পাদক হয়েছেন আলাউদ্দিন মোহাম্মদ। সদস্য হিসেবে রয়েছেন আরিফ সোহেল, আবু সাঈদ মোহাম্মদ উদ্দিন (দক্ষিণ এশিয়া), তাহসীন রিয়াজ, নাভিদ নওরোজ শাহ, তৌহিদ হোসেন মজুমদার, নুসরাত তাবাসসুম, মনিরা শারমিন ও মাহবুব আলম।

এদিকে কৃষকের অধিকার প্রতিষ্ঠা, ভূমি সংস্কার ও কৃষিপণ্যের ন্যায্য দাম নিশ্চিত করতে ‘কৃষক উইং’ গঠনের ঘোষণা দিয়েছে এনসিপি। মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারীর অনুমোদনে এই প্রস্তুতি কমিটি ঘোষণা করা হয়।

কৃষক উইংয়ের প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পেয়েছেন আজাদ খান ভাসানী। যুগ্ম সমন্বয়কারী হয়েছেন সাঈদ উজ্জ্বল ও হাফসা জাহান। সদস্য হিসেবে আছেন কৃষিবিদ গোলাম মোর্তজা সেলিম, মো. নাজমুল হাসান সোহাগ, নফিউল ইসলাম, ফিহাদুর রহমান দিবস, মো. মাসুদ রানা, মো. মাসুমূল হাসান সজিব ও মো. মাহিদুল ইসলাম (মাহি পলাশ)।



কমেন্ট বক্স