পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মৃত্যুর গুজব কার্যত নাকচ করেছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের সিনেটর খুররম জিশান। তিনি জানিয়েছেন, ইমরান খান বেঁচে আছেন এবং বর্তমানে আদিয়ালা কারাগারে বন্দি রয়েছেন।
সিনেটর জিশানের দাবি, ইমরান খানকে ‘আইসোলেশনে’ রাখা হচ্ছে যাতে তাকে দেশ ছাড়তে বাধ্য করার পরিকল্পনা বাস্তবায়ন করা যায়। তিনি ভারতীয় সংবাদমাধ্যম এএনআইকে বলেছেন, “বর্তমান সরকার ইমরান খানের ব্যাপক জনপ্রিয়তা নিয়ে আতঙ্কিত। এজন্য তার কোনো ছবি বা ভিডিও প্রকাশ করা হচ্ছে না।”
সম্প্রতি আফগানিস্তানের কয়েকটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে দাবি করা হয়, রাওয়ালপিন্ডির কারাগারে ইমরান খানের মৃত্যু হয়েছে। গুজব ছড়িয়ে পড়ার পরই পিটিআই শীর্ষ পর্যায় থেকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে অস্বীকার করেছে।
জিশান এএনআইকে বলেন, “এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। প্রায় এক মাস ধরে তাকে আইসোলেশনে রাখা হয়েছে, তার পরিবার, আইনজীবী এবং পিটিআই শীর্ষ নেতাদেরও সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি। এটি মানবাধিকারের পূর্ণ লঙ্ঘন। মনে হচ্ছে তারা তাকে জোর করে কোনো সিদ্ধান্ত নিতে চাইছে।”
তিনি আরও নিশ্চিত করেছেন, “আমাদের নিশ্চিত করা হয়েছে যে তিনি (ইমরান) বেঁচে আছেন এবং আদিয়ালা জেলে বন্দি। তিনি ঠিক আছেন।”
ইমরান খানের সঙ্গে পাকিস্তান সরকার কী ধরনের চুক্তি করতে চাইছে জানতে চাইলে জিশান বলেন, “তাকে দেশ ছাড়ার জন্য চাপ দেওয়া হচ্ছে।” তিনি যোগ করেন, “সরকার তাকে চুপ থাকার শর্তে দেশ ছেড়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। কিন্তু ইমরান খান এমন নেতা, যে কখনোই এতে রাজি হবেন না।”
নিউজ ডেস্ক