ঢাকা

চুরির অভিযোগে গণপিটুনিতে তিনজনের মৃত্যু

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি : সংগৃহীত ছবি : সংগৃহীত


গাইবান্ধার গোবিন্দগঞ্জে গরু চুরির অভিযোগে গণপিটুনিতে তিনজনের মৃত্যু হয়েছে। ঘটনা শনিবার (১ নভেম্বর) রাতে উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের নাসিরাবাদ গ্রামে ঘটেছে।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাত আড়াইটার দিকে নাসিরাবাদ গ্রামের এক ব্যক্তির গোয়াল থেকে তিনটি গরু চুরি করার সময় স্থানীয়রা বিষয়টি টের পায়। ধাওয়া করতে গিয়ে চোর সন্দেহভাজনরা একটি পুকুরে লাফ দেয়, এরপর গ্রামবাসী তাদের ধরে মারধর করলে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।

পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত অবস্থায় একজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। চিকিৎসাধীন অবস্থায় ওই ব্যক্তি মারা যান।

ওসি আরও জানিয়েছেন, মৃতদের মরদেহ বর্তমানে গোবিন্দগঞ্জ থানায় রাখা হয়েছে। পরিচয় নিশ্চিত হওয়ার পর তাদের ময়নাতদন্তের ব্যবস্থা করা হবে।

স্থানীয়দের কথায়, এলাকায় চুরি ও অশান্তির ঘটনা বাড়ায় গ্রামবাসী আরও সতর্ক হয়ে উঠেছে। পুলিশও এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে নজরদারি জোরদার করেছে।




কমেন্ট বক্স