ঢাকা

রাজধানীর বাড্ডায় ফ্যাক্টরি থেকে গলিত মরদেহ উদ্ধার

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি:সংগৃহীত ছবি:সংগৃহীত

রাজধানীর বাড্ডায় পরিত্যক্ত এক ভবন থেকে এক নারী ও এক পুরুষের গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে উত্তর বাড্ডার আলীর মোড় এলাকার একটি বন্ধ ফ্যাক্টরিতে। স্থানীয়দের অভিযোগ, ভবনটি দীর্ঘদিন ধরে তালাবদ্ধ অবস্থায় ছিল। ভেতর থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন পুলিশে খবর দেন।

খবর পেয়ে শনিবার (২ নভেম্বর) বিকেলে ঘটনাস্থলে যায় বাড্ডা থানা পুলিশ। পরে ফ্যাক্টরির ভেতরে প্রবেশ করে দুজনের মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, মৃত নারী ও পুরুষ দুজনই ওই ভবনের তিন তলার একটি মাদরাসায় কাজ করতেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাদের মৃত্যু কয়েকদিন আগেই হয়েছে। মরদেহগুলো পচে যাওয়ায় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।

বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, ‘মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত চলছে।’

স্থানীয়দের অনেকে জানিয়েছেন, ভবনটি প্রায়ই বন্ধ থাকত, আর ভেতরে কে বা কারা যাতায়াত করত, তা কেউ নিশ্চিতভাবে বলতে পারছে না। পুলিশ বলছে, ভবনের মালিক এবং মাদরাসা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে, যাতে নিহতদের পরিচয় নিশ্চিত করা যায়।



কমেন্ট বক্স