ঢাকা

দ্বিতীয় নারী কাবাডি বিশ্বকাপের ট্রফি উন্মোচন করলেন প্রধান উপদেষ্টা

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি : সংগৃহীত ছবি : সংগৃহীত

দ্বিতীয় নারী কাবাডি বিশ্বকাপ–২০২৫ এর অফিসিয়াল ট্রফি উন্মোচন করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অংশগ্রহণকারী দেশগুলোর প্রতিনিধিদের উপস্থিতিতে তিনি ট্রফি উন্মোচন করেন।


এই অনুষ্ঠানের মধ্য দিয়ে বহুল প্রতীক্ষিত নারী কাবাডি বিশ্বকাপের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো। প্রথমবারের মতো বাংলাদেশে আয়োজিত এ টুর্নামেন্ট ১৭ থেকে ২৪ নভেম্বর ঢাকার শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।


আয়োজকদের মতে, লজিস্টিক, নিরাপত্তা ও আবাসনসহ সব প্রস্তুতি প্রায় শেষ। অনুষ্ঠানে ড. ইউনূস টুর্নামেন্টের সফল আয়োজন এবং নারীদের খেলাধুলায় অগ্রগতির গুরুত্ব নিয়ে কথা বলেন।


ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া জানান, সরকার নারী ক্রীড়াবিদদের জন্য আরও সুযোগ তৈরি করতে কাজ করছে। এবারের বিশ্বকাপে বাংলাদেশসহ ১১টি দেশ অংশ নিচ্ছে।




কমেন্ট বক্স