ঢাকায় শক্তিশালী ভূমিকম্পে নিহত স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিক্ষার্থী বগুড়ার রাফিউল ইসলাম (২০)–এর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ নভেম্বর) বাদ যোহর বগুড়া শহরের সূত্রাপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধি ছাড়াও বিভিন্ন শ্রেণী–পেশার মানুষ অংশ নেন। পরে শহরের নামাজগড় আঞ্জুমান-ই গোরস্থানে তাঁর দাফন সম্পন্ন করা হয়।
এর আগে শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে রাজধানীর পুরান ঢাকার বংশালের কসাইটুলীতে ভূমিকম্পের তীব্র ঝাঁকুনিতে ছাদের রেলিং ভেঙে পড়ে রাফিউল ইসলাম নিহত হন। রাতেই তাঁর মরদেহ বগুড়া শহরের সূত্রাপুরস্থ পৈত্রিক বাড়িতে নিয়ে আসা হয়। লাশ পৌঁছানোর খবর ছড়িয়ে পড়লে অনেকেই ছুটে যান তাঁদের বাড়িতে। শোকে ভারী হয়ে ওঠে পুরো মহল্লা। একটি অপ্রত্যাশিত ভূমিকম্প ছিনিয়ে নিল প্রাণবন্ত এক তরুণের জীবন—স্বপ্নভঙ্গের এই বেদনাই এখন বগুড়ার বাতাসে ভারী হয়ে আছে।
নিহত রাফিউল ইসলাম বগুড়া শহরের গোহাইল রোডের সূত্রাপুর এলাকার ওসমান গনির ছেলে। তাঁর বাবা ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্চারাম সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হিসেবে কর্মরত।
স্বজনদের ভাষ্য, রাফি পরিবারে প্রথম সন্তান ছিলেন। ছোটবেলা থেকেই তিনি মেধাবী ও ভদ্র স্বভাবের জন্য পরিচিত ছিলেন। পরিবারের সকল আশা–স্বপ্নের কেন্দ্রবিন্দু ছিল এই তরুণ। তাঁর অকাল মৃত্যুতে শোকস্তব্ধ পুরো পরিবার।
নিউজ ডেস্ক