ঢাকা

পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাতিলের দাবিতে প্রধান উপদেষ্টার বরাবর পিসিসিপির স্মারকলিপি প্রদান

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি : মিরর নিউজ ছবি : মিরর নিউজ


বান্দরবান প্রতিনিধি: পার্বত্য চট্টগ্রাম চুক্তিকে সংবিধানবিরোধী দাবি করে চুক্তি বাতিল ও চার দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে বান্দরবান জেলা প্রশাসকের মাধ্যমে অর্ন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) বান্দরবান জেলা শাখা। মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকাল ৩টায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ এস এম হাসানের হাতে সংগঠনের নেতৃবৃন্দ এ স্মারকলিপি তুলে দেন।


স্মারকলিপিতে পিসিসিপি উল্লেখ করে, পার্বত্য চুক্তির বিভিন্ন ধারা বাংলাদেশের সংবিধানের ১, ৫৯, ৮০, ১২২, ১৪৩, ১৪৪সহ একাধিক অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক। বিশেষভাবে চুক্তির মাধ্যমে পার্বত্য চট্টগ্রামকে আলাদা স্ট্যাটাস দেওয়া, অনির্বাচিত আঞ্চলিক পরিষদ গঠন, ভূমি ব্যবস্থাপনায় জেলা পরিষদকে অতিরিক্ত ক্ষমতা প্রদান, ভোটার তালিকা ও নাগরিকত্ব সনদে সার্কেল চীফের ভূমিকা এবং আইন প্রণয়নে আঞ্চলিক পরিষদের হস্তক্ষেপকে তারা সংবিধানবিরোধী বলে দাবি করে।



পিসিসিপির অভিযোগ, চুক্তিটি একটি নির্দিষ্ট জনগোষ্ঠীর স্বার্থ রক্ষায় প্রণীত হওয়ায় পাহাড়ে বাঙালি জনগোষ্ঠীসহ দেশের অন্যান্য সাধারণ মানুষের প্রতি বৈষম্যমূলক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। রাষ্ট্রের অখণ্ডতা, বৈষম্যমুক্ত সমাজ ও সকল নাগরিকের সমঅধিকার নিশ্চিতের স্বার্থে চার দফা দাবি উত্থাপন করে সংগঠনটি।


দাবিগুলো হলো—
১) সংবিধানবিরোধী পার্বত্য চুক্তি বাতিল বা সাংবিধানিক প্রক্রিয়ায় পুনর্মূল্যায়ন করে সংশোধন।
২) পাহাড়ে বসবাসরত সকল নাগরিকের সমান রাজনৈতিক, অর্থনৈতিক ও ভূমি অধিকার নিশ্চিত করা।
৩) সক্রিয় সশস্ত্র গোষ্ঠীগুলোর অবৈধ অস্ত্র উদ্ধার ও চাঁদাবাজি বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ।
৪) জাতীয় নিরাপত্তার স্বার্থে পূর্বে প্রত্যাহার করা নিরাপত্তা বাহিনীর ক্যাম্প পুনঃস্থাপন।


স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন পিসিসিপি বান্দরবান জেলা শাখার সিনিয়র সহসভাপতি জমির উদ্দিন, সহসভাপতি জমির উদ্দিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তানভীর হোসেন ইমন, সাংগঠনিক সম্পাদক মিছবাহ উদ্দিন, ছাত্র বিষয়ক সম্পাদক মো. দুলালসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।



কমেন্ট বক্স