শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, সরকারের সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে পারার কোনো বাধা নেই।
সোমবার (৮ ডিসেম্বর) সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে আয়োজিত এক প্রেস কনফারেন্সে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। ওই অনুষ্ঠানে মন্ত্রণালয়ের গত এক বছরের সাফল্য ও অগ্রগতির বিষয়ে আলোচনা করা হয়।
বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, “এ সময় রাজনৈতিক দলগুলো জানে না তারা কী করবে, তাদের ভবিষ্যৎ কী। কোথায় কে কোন দিকে যাচ্ছে, তা স্পষ্ট নয়। এটা কি নতুন ঘটনা? ওয়ান ইলেভেনের পরও এরকম পরিস্থিতি হয়েছিল। পার্টিতে পার্টিতে দাঙ্গা হচ্ছে না, কিন্তু দলগুলোর মধ্যে কথাবার্তা চলছে। আমরা কথা বলার জাতি; কথা না বলার মতো জাতি নই।” তিনি যোগ করেন, “রাজনৈতিক সংঘাত তখনই ঘটবে, যখন সরকার এক দিকে থাকবে এবং রাজনৈতিক দল অন্য দিকে।”
নির্বাচনের সময় নির্ধারণের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “কেউ আমাদের গলা ধরে বলেছে যে এক থেকে দেড় বছরের মধ্যে নির্বাচন দিতে হবে? এমন কোনো শর্ত তখন ছিল না। আমরা নিজেদের ইচ্ছায় বলেছিলাম নির্বাচন হবে। নির্বাচনের পর রাজনৈতিক দলের দৌড়াদৌড়ি শুরু হলে সরকার হস্তক্ষেপ করতে পারে না। সিচুয়েশনটা খারাপ কোথায়, সেটি বোঝার চেষ্টা করছি।”
উপদেষ্টা আরও বলেন, “আমরা যেখানে গেছি সেখানেই বলেছি, নির্বাচন সময় মতো হবে। আমাদের কেউ ঘাড় ধরে শর্ত দেয়নি। আমরা ৮ আগস্ট দায়িত্ব নিলে, তখন কোনো ম্যান্ডেট ছিল না—সবই ব্ল্যাংক। তবে দেশে একটি নির্বাচন হওয়া উচিত এবং নির্বাচিত সরকার আসা উচিত।”
তিনি যোগ করেন, “ডেমোক্র্যাটিক প্রক্রিয়াকে স্থায়ী করা আমাদের লক্ষ্য। গত ১৭-১৮ বছরে আমরা এই প্রক্রিয়াকে স্থায়ী করতে পারিনি। যদি আমরা এটা করতে পারি, তা আমাদের জন্য বড় ক্রেডিট।”
নিউজ ডেস্ক