গুম অনুসন্ধান কমিশনের সদস্য ড. নাবিলা ইদ্রিস এ বছর রোকেয়া পদক পাচ্ছেন। আগামী ৯ ডিসেম্বর রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তার হাতে পদক তুলে দেবেন। অনুষ্ঠানটির আয়োজন করছে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়।
ড. নাবিলা ইদ্রিস আন্তর্জাতিকভাবে স্বীকৃত গবেষক ও নীতিবিশ্লেষক। তিনি যুক্তরাজ্যের ওপেন ইউনিভার্সিটিতে ভিজিটিং ফেলো হিসেবে গ্লোবাল সোশ্যাল প্রটেকশন ফান্ড নিয়ে গবেষণা করছেন। পাশাপাশি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্টে খণ্ডকালীন গবেষক হিসেবে যুক্ত আছেন। কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে তিনি পিএইচডি সম্পন্ন করেন। গবেষণা ও নীতি প্রণয়নের কাজে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, থাইল্যান্ডসহ বিভিন্ন দেশে কাজের অভিজ্ঞতা রয়েছে। তার গবেষণার কেন্দ্রবিন্দু বাংলাদেশে নীতি প্রণয়ন, ক্ষমতার কাঠামো ও জবাবদিহি ব্যবস্থা।
২০২৪ সালের সেপ্টেম্বরে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময় গুম হওয়া ব্যক্তিদের বিষয়ে অনুসন্ধান করতে যে গুম কমিশন গঠিত হয়, ড. নাবিলা ইদ্রিস তার সদস্যদের একজন। কমিশন ইতোমধ্যে দুটি অন্তর্বর্তী প্রতিবেদন ও একটি তথ্যচিত্র প্রকাশ করেছে, যেখানে বলপূর্বক গুমের পদ্ধতি, সংশ্লিষ্ট নিরাপত্তা বাহিনীর ভূমিকা এবং নিখোঁজদের সম্ভাব্য পরিণতি তুলে ধরা হয়েছে।
নিউজ ডেস্ক