রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী একাডেমিক ভবনের ছাদে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় আধাঘণ্টার চেষ্টা শেষে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে। এই ঘটনা ঘটে মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেল ৩টায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাদের এক কোণে রাখা কাঠ, খড়কুটো, কাগজ-বোর্ড এবং নাট্যকলার বিভিন্ন পুরনো সরঞ্জামে আগুন ধরে যায়। তাদের ধারণা, সিগারেটের খোসা ফেলে দেওয়ার কারণে বা ছাদের ওপর রাখা কাচে সূর্যের আলো প্রতিফলিত হওয়ার কারণে আগুনের সূত্রপাত হতে পারে। ধোঁয়া দেখে শিক্ষার্থী ও কর্মচারীরা ছাদে উঠে বালতি ভর্তি পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। তবে অগ্নিনির্বাপক যন্ত্রে পর্যাপ্ত গ্যাস না থাকায় পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনা কিছুটা সময় নেয়।
নাট্যকলা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নীরব বলেন, “আগুনের ধোঁয়া দেখার সঙ্গে সঙ্গে আমরা ছাদে গিয়ে পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করি। গ্যাস সিলিন্ডারগুলোতে তেমন কোনো গ্যাস ছিল না বা খুব কম ছিল। ফায়ার সার্ভিসকে ফোন দেওয়ার পর তারা এসে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে।”
অধ্যাপক ড. আরিফ হায়দার বলেন, “হঠাৎ নিচ থেকে দেখি ধোঁয়া উপরে উঠছে। আমার এক ছাত্র আমাকে ফোন দেয়, আমি ছাদে উঠি। আগুনের শিখা অনেক উপরে উঠে গিয়েছিল। আমার ছাত্ররা পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে এবং প্রায় নিয়ন্ত্রণে আসে। এরপর আমরা ফায়ার সার্ভিসকে খবর দিই। আমার ধারণা, কেউ আগুন লাগায়নি; হয়তো কেউ ধূমপান খেয়ে ফেলে রেখেছিল।”
ফায়ার সার্ভিসের রাবি শাখার পরিচালক মো. ওয়ালিদ হোসেন জানান, আগুন লাগার খবর পেয়ে দ্রুত দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
নিউজ ডেস্ক