ঢাকা

ভারতের সমর্থন নিয়ে আমরা ক্ষমতায় যেতে চাই না: হাসনাত

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি : সংগৃহীত ছবি : সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, জনগণের মাধ্যে ক্ষমতায় যেতে চান তিনি। কোনো ‘আনহোলি নেক্সাস’, মিডিয়া, মিলিটারী বা গণতন্ত্রকে নিয়ন্ত্রণ করার মাধ্যমে, কিংবা পাশের দেশ ভারতের সমর্থন নিয়ে ক্ষমতায় যাওয়ার চিন্তা তার নেই।


মঙ্গলবার (৯ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২-এ ‘আবু সাঈদ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায়’ সাক্ষ্য দিতে এসে তিনি এ কথা বলেন।


হাসনাত আবদুল্লাহ বলেন, ১৪ জুলাই আন্দোলনকারীদের ‘রাজাকারের নাতিপুতি এবং রাজাকারের সন্তান’ বলে সম্বোধন করার প্রতিক্রিয়ায় সারাদেশের শিক্ষার্থীরা ক্ষুব্ধ হন। বিশ্ববিদ্যালয়গুলোতে সেই বক্তব্য প্রত্যাহার করা হয় এবং শেখ হাসিনাকে নিঃশর্তভাবে ক্ষমা চাইতে বলা হয়। এর পরের দিন ঢাকা বিশ্ববিদ্যালয়সহ মহানগর উত্তর-দক্ষিণের ছাত্রলীগের সমর্থনে শিক্ষার্থীদের ওপর বর্বরভাবে হামলা চালানো হয়। এমনকি নারী শিক্ষার্থীরাও এর শিকার হন।


তিনি আরও জানান, শিক্ষার্থীদের হল থেকে বের করে দেওয়া হয় এবং প্রশাসনের সহযোগিতায় ১৫ জুলাই শিক্ষার্থীদের উপর নির্যাতন চালানো হয়। এর প্রতিবাদে ১৬ জুলাই সারাদেশে স্বতঃস্ফূর্ত বিক্ষোভ মিছিল হয়। রংপুরে সেই সময় আবু সাঈদকে ক্যাম্পাস কম্পাউন্ডে গুলি করে হত্যা করা হয়, চট্টগ্রামে ছাত্রদলের ওয়াসিমকেও হত্যা করা হয়। ওই দিন সারাদেশে মোট ছয়জন শিক্ষার্থীকে হত্যা করা হয়।


হাসনাত বলেন, ১৭ জুলাই গায়েবানা জানাজা দিতে গেলে বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়া হয়, এবং আইনশৃঙ্খলা বাহিনী, পুলিশ, বিজিবি ও অন্যান্য সদস্য সমন্বিতভাবে টিয়ারশেল, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে জানাজায় বাধা দেয়।


তিনি আরও অভিযোগ করেন, শেখ হাসিনা মিলিটারি, মিডিয়া ও বিচার ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করতেন।

এর আগে, জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যার মামলায় বিশ্ববিদ্যালয়টির সাবেক ভিসি হাসিবুর রশীদসহ ৩০ আসামির বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন হাসনাত আবদুল্লাহ।




কমেন্ট বক্স