প্রিন্ট এর তারিখঃ Oct 21, 2025 ইং || প্রকাশের তারিখঃ Oct 19, 2025 ইং
বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন পরিকল্পিত হতে পারে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুনের ঘটনায় এটি ‘পরিকল্পিত নাশকতা’ হতে পারে বলে সন্দেহ জানিয়েছে ঢাকা কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশন। সংগঠনটির মতে, এই অগ্নিকাণ্ড দেশের শিল্পকারখানা, আমদানি-রপ্তানি খাত এবং সামগ্রিক অর্থনীতিকে বিপর্যস্ত করার নীলনকশার অংশ হতে পারে।
রোববার (১৯ অক্টোবর) সংগঠনের সভাপতি মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আশঙ্কা প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন জরুরি। পাশাপাশি দায়ী ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।”
এছাড়া বিমানবন্দর এলাকার নিরাপত্তা ও অগ্নিনির্বাপণ ব্যবস্থার কার্যকারিতা পুনর্মূল্যায়ন করে দ্রুত সংস্কার ও আধুনিকায়নের দাবি জানানো হয়েছে।
সংগঠনটি আরও জানিয়েছে, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ক্ষতিপূরণ দিতে হবে এবং জরুরি ভিত্তিতে আমদানি পণ্যের অস্থায়ী গুদাম চালু করতে হবে।
ক্ষয়ক্ষতি সম্পর্কে বিজ্ঞপ্তিতে বলা হয়, “আমদানি পণ্যের গুদামে থাকা প্রায় সব পণ্য পুড়ে গেছে। কিছু পণ্য অবিকৃত থাকলেও তাপ ও ধোঁয়ার কারণে সেগুলোও ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। আগুন লাগার পর সিভিল অ্যাভিয়েশন ও ফায়ার সার্ভিস সময়মতো কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে।”
ঢাকা কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশন মনে করে, ঘটনাটি দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা নষ্ট ও বাণিজ্যিক কার্যক্রম ব্যাহত করার পরিকল্পিত প্রচেষ্টা কিনা, তা বিস্তারিতভাবে তদন্ত করা প্রয়োজন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Mirror News