প্রিন্ট এর তারিখঃ Oct 21, 2025 ইং || প্রকাশের তারিখঃ Oct 20, 2025 ইং
সরকার চালাতে গিয়ে কিছু ভুল হয়েছে, হাসিনাও করেছেন

সরকার পরিচালনার সময় ভুলভ্রান্তি হতে পারে, শেখ হাসিনার ক্ষেত্রেও তেমন কিছু ঘটেছিল বলে মন্তব্য করেছেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন। তিনি দাবি করেন, শেখ হাসিনা নির্দোষ এবং আদালতের কাছে তার খালাস চান।
সোমবার বেলা ১টার দিকে বিচারপতি গোলাম মর্তূজা মাজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ যুক্তিতর্ক উপস্থাপনকালে তিনি এসব কথা বলেন।
আমির হোসেন বলেন, “শেখ হাসিনার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে, সেগুলো সঠিক নয়। সাক্ষ্য-প্রমাণে প্রসিকিউশন অভিযোগ প্রমাণ করতে পারেনি। তাই শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের খালাস প্রত্যাশা করছি।”
এর আগে পাঁচ কার্যদিবস ধরে রাষ্ট্রপক্ষ যুক্তিতর্ক উপস্থাপন করে আসামিদের সর্বোচ্চ শাস্তি—মৃত্যুদণ্ডের আবেদন জানায়। পাশাপাশি আহত ও নিহত জুলাইযোদ্ধাদের ক্ষতিপূরণ হিসেবে আসামিদের সম্পত্তি বিক্রির দাবি তোলে প্রসিকিউশন।
এদিকে আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিষয়ে ট্রাইব্যুনাল পরবর্তী সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছে রাষ্ট্রপক্ষ।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Mirror News