প্রিন্ট এর তারিখঃ Oct 21, 2025 ইং || প্রকাশের তারিখঃ Oct 21, 2025 ইং
আরও বাড়লো এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া ভাতা

টানা আন্দোলনের মুখে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা মূল বেতনের ১৫ শতাংশে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। তবে এই সুবিধা দুই ধাপে কার্যকর হবে।
মঙ্গলবার (২১ অক্টোবর) শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরারের সঙ্গে আন্দোলনরত শিক্ষক নেতাদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গেছে।
সভা সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা মূল বেতনের সাড়ে ৭ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা পাবেন। বাকি সাড়ে ৭ শতাংশ আগামী অর্থবছরের শুরু থেকে কার্যকর হবে। এ বিষয়ে শিগগিরই অর্থ মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করবে।
বাড়িভাড়া ভাতা ২০ শতাংশসহ তিন দফা দাবিতে শহীদ মিনারে টানা ১০ দিন ধরে আমরণ অনশন করছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। আন্দোলন স্থলে গিয়ে বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা শিক্ষকদের দাবির প্রতি সমর্থন জানিয়েছেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Mirror News