প্রিন্ট এর তারিখঃ Oct 25, 2025 ইং || প্রকাশের তারিখঃ Oct 22, 2025 ইং
নির্বাচন উৎসবমুখর করতে সরকার সব কিছু করছে: প্রধান উপদেষ্টা

আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর করার জন্য সরকার সর্বোচ্চ চেষ্টা করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
বুধবার (২২ অক্টোবর) সকালে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন জার্মান রাষ্ট্রদূত রুডিগার লোটজ। বৈঠকে নির্বাচন প্রস্তুতি, রাজনৈতিক সংলাপ এবং দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
প্রধান উপদেষ্টা রাষ্ট্রদূতকে বাংলাদেশে দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান এবং আশা প্রকাশ করেন, তার মেয়াদকালে বাংলাদেশ ও জার্মানির সম্পর্ক আরও গভীর হবে।
বৈঠকে রাষ্ট্রদূত অন্তর্বর্তী সরকারের সংস্কার প্রচেষ্টা, বিশেষ করে জুলাই জাতীয় সনদের প্রশংসা করেন। তিনি বলেন, “বাংলাদেশের মানুষ গণতান্ত্রিক প্রক্রিয়ায় আরও বেশি সম্পৃক্ত হচ্ছে—এটা খুবই ইতিবাচক।”
রাষ্ট্রদূত আরও বলেন, রাজনৈতিক দলগুলোকে আলোচনার টেবিলে একসঙ্গে বসতে দেখা প্রশংসনীয়। নির্বাচনের পরও এসব সংস্কার কার্যক্রম অব্যাহত থাকা উচিত।
প্রধান উপদেষ্টা বলেন, “জাতীয় ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোকে একত্র করেছে—এটি ঐক্য ও পরিবর্তনের পথে একটি ঐতিহাসিক মুহূর্ত।”
তিনি আরও যোগ করেন, “ফেব্রুয়ারির নির্বাচন শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক ও উৎসবমুখর করতে সরকার সম্ভাব্য সব কিছু করছে।”
বৈঠকে উভয় পক্ষ রোহিঙ্গা সংকট, শিক্ষা সহযোগিতা ও দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান জনগণের যোগাযোগ নিয়েও আলোচনা করেন।
প্রধান উপদেষ্টা বলেন, জার্মানি ইউরোপে বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার, এবং নতুন রাষ্ট্রদূতের মাধ্যমে বাণিজ্য ও বিনিয়োগ আরও বৃদ্ধি পাবে বলে তিনি আশা করেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Mirror News