প্রিন্ট এর তারিখঃ Oct 25, 2025 ইং || প্রকাশের তারিখঃ Oct 23, 2025 ইং
কিশোরগঞ্জ জেলা বিএনপি নেতা যোগ দিলেন আওয়ামী লীগে

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান সরকারের সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. ফজলুর করিমের ছেলে এবং কিশোরগঞ্জ জেলা বিএনপির নেতা অ্যাডভোকেট ফয়জুল করিম আওয়ামী লীগে যোগ দিয়েছেন। বুধবার (২২ অক্টোবর) দুপুরে ফেসবুক লাইভে এসে তিনি নিজেই দল পরিবর্তনের ঘোষণা দেন।
ফয়জুল করিম আগে কিশোরগঞ্জ জেলা বিএনপির উপদফতর সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য ছিলেন। তিনি গত ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত জেলা বিএনপির সম্মেলনের আগের কমিটিরও সদস্য ছিলেন।
দলত্যাগের কারণ জানতে চাইলে ফয়জুল করিম বলেন, “আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি, ধর্মনিরপেক্ষ ও দেশপ্রেমিক নেতৃত্বের প্রতীক। ৫ আগস্টের পর রাষ্ট্র সংস্কারের নামে সম্পদ ভোগের চেষ্টা এবং স্বাধীনতাবিরোধীদের ক্ষমতায় আনার উদ্যোগ দেখা যাচ্ছে। সেই প্রবণতা ঠেকাতেই আমি আওয়ামী লীগে যোগ দিয়েছি। শেখ হাসিনাই প্রকৃত দেশপ্রেমিক ও জনগণের একমাত্র ভরসা।”
তবে তিনি কার মাধ্যমে বা কোন পর্যায়ের নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করে আওয়ামী লীগে যোগ দিয়েছেন, সে বিষয়ে কিছু জানাননি।
এ বিষয়ে জানতে চাইলে কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম বলেন, “ফয়জুল করিমের এখন বিএনপিতে কোনো পদ নেই। তার মানসিক অবস্থাও স্বাভাবিক নয়। তাই তার আওয়ামী লীগে যোগদানের কোনো রাজনৈতিক গুরুত্ব নেই।”
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Mirror News