প্রিন্ট এর তারিখঃ Oct 26, 2025 ইং || প্রকাশের তারিখঃ Oct 25, 2025 ইং
হাজিদের ৮ কোটি টাকা ফেরত দিয়েছি: ধর্ম উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার দায়িত্ব পালনকালে কোনো ধরনের দুর্নীতিতে জড়িত না হওয়ার দাবি করেছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেন, ‘হজ যাত্রীদের ৮ কোটি টাকা ফেরত দিয়েছি।’
শনিবার (২৫ অক্টোবর) শিল্পকলা অ্যাকাডেমিতে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
ধর্ম উপদেষ্টা বলেন, আগামীতে যে সরকারই আসুক, কেউ আমাকে সম্মান দিয়ে মন্ত্রিত্ব দিতে চাইলেও আমি নেবো না। এটিই আমার শেষ দায়িত্ব। নির্বাচন শেষ হলে উপদেষ্টারা আবার তাদের কাজে ফিরে যাবেন। তিনি সকল ধর্মের মানুষের জন্য কাজ করছেন বলে জানান।
আমি বায়তুল মোকাররমে ইবাদত করি এবং ঢাকেশ্বরী মন্দিরে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করি। কেউ ভিন্ন ধর্মাবলম্বীদের নিরাপত্তা নিয়ে সন্দেহ ছড়াতে চায়, যোগ করেন তিনি।
উল্লেখ্য, গত ১৩ জুলাই এক সংবাদ সম্মেলনে খালিদ হোসেন জানিয়েছিলেন, ২০২৫ সালে সরকারি মাধ্যমে হজে যাওয়া ৪৯৭৮ জন হাজীকে ৮ কোটি ২৮ লাখ ৯০ হাজার টাকা ফেরত দেওয়া হবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Mirror News