প্রিন্ট এর তারিখঃ Oct 25, 2025 ইং || প্রকাশের তারিখঃ Oct 25, 2025 ইং
ইয়েমেনে জাতিসংঘের ৭ কর্মী আটক

ইয়েমেনে ইসরায়েলের জন্য গুপ্তচরবৃত্তির অভিযোগে হুতি বিদ্রোহীরা জাতিসংঘের সাত কর্মীকে আটক করেছে। হুতির এক নিরাপত্তা কর্মকর্তা জানান, শুক্রবার (২৪ অক্টোবর) রাজধানী সানা থেকে স্থানীয় সাতজন জাতিসংঘ কর্মীকে আটক করা হয়। এটি সাম্প্রতিক সময়ে হুতিদের দ্বারা জাতিসংঘ কর্মীদের বিরুদ্ধে নেওয়া ধরপাকড়ের অংশ।
এর আগে গত সপ্তাহে জাতিসংঘের একটি কার্যালয়ে অভিযান চালিয়ে ২০ কর্মীকে আটক করা হয়েছিল, যাদের মধ্যে ১৫ জন বিদেশি ছিলেন। পরে তাদের মুক্তি দেওয়া হয়।
হুতিরা দীর্ঘদিন ধরে জাতিসংঘ ও ত্রাণ সংস্থার কর্মীদের গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক করে আসছে, তবে গাজা যুদ্ধে উত্তেজনা বেড়ে যাওয়ার পর এই ঘটনা আরও বৃদ্ধি পেয়েছে।
জাতিসংঘের মুখপাত্র ফারহান হক জানিয়েছেন, বর্তমানে সংস্থার ৫৫ কর্মী হুতিদের হেফাজতে রয়েছেন। তিনি বলেন, “এই পরিস্থিতিতে হুতি নিয়ন্ত্রিত এলাকায় আমাদের কার্যক্রম পুনর্বিবেচনা করতে হচ্ছে।”
হুতিবিরোধী ইয়েমেন সরকার এই নতুন আটকের নিন্দা জানিয়ে এটিকে উত্তেজনা সৃষ্টির পদক্ষেপ হিসেবে অভিহিত করেছে।
ইরান-সমর্থিত হুতিরা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রবিরোধী ‘প্রতিরোধ জোট’-এর অংশ। গাজা যুদ্ধে তাদের হস্তক্ষেপের পর থেকে তারা লোহিত সাগর ও ইসরায়েলি ভূখণ্ডে হামলা চালাচ্ছে, যা তারা ফিলিস্তিনের প্রতি সংহতি হিসেবে দাবি করছে। ইসরায়েলও পাল্টা হামলা চালিয়েছে। আগস্টে এক বড় হামলায় হুতি সরকারের প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার কয়েকজন সদস্য নিহত হন।
জাতিসংঘ সেপ্টেম্বর মাসে সানা থেকে তাদের মানবিক কার্যক্রম সরিয়ে অন্তর্বর্তী রাজধানী এডেনে স্থানান্তর করেছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Mirror News