প্রিন্ট এর তারিখঃ Oct 26, 2025 ইং || প্রকাশের তারিখঃ Oct 25, 2025 ইং
বিশ্বকাপ চলাকালেই হয়রানির শিকার দুই নারী ক্রিকেটার

ভারতের মধ্যপ্রদেশের ইন্দোরে দুই অস্ট্রেলীয় নারী ক্রিকেটারকে রাস্তায় অনুসরণ ও যৌন হয়রানির অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এই দুই ক্রিকেটার বর্তমানে চলমান আইসিসি নারী ক্রিকেট বিশ্বকাপে অংশ নিচ্ছেন। ভারতীয় একাধিক গণমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে।
ঘটনা বৃহস্পতিবার সকালে ঘটেছে, যখন দুই নারী ক্রিকেটার তাদের টিম হোটেল থেকে একটি ক্যাফেতে যাচ্ছিলেন। সিসিটিভি ফুটেজে দেখা যায়, আকাশী জিন্স, সাদা শার্ট ও মাথায় টুপি পরা ওই যুবক তাদের অনুসরণ করছেন। পুলিশ জানিয়েছে, তার নাম আকিল এবং বয়স ২৮ বছর। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে দুটি ধারায় মামলা দায়ের করা হয়েছে—একটি যৌন হয়রানি এবং অন্যটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে অনুসরণের অভিযোগে। পুলিশ আরও জানায়, আকিলের বিরুদ্ধে পূর্বেও ফৌজদারি অপরাধের মামলা ছিল।
ঘটনার সময় খেলোয়াড়রা সঙ্গে সঙ্গে তাদের দলের নিরাপত্তা কর্মকর্তা ড্যানি সিমন্সের সঙ্গে যোগাযোগ করেন। তিনি স্থানীয় নিরাপত্তা কর্মকর্তাদের সহায়তায় দ্রুত তাদের হোটেলে নিরাপদে ফিরিয়ে দেন। পরে সহকারী পুলিশ কমিশনার হিমানি মিশ্রা দুই ক্রিকেটারের সঙ্গে সাক্ষাৎ করে ঘটনার বিস্তারিত জবানবন্দি নেন।
সাব-ইন্সপেক্টর নিধি রঘুবংশী জানিয়েছেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, হোটেল থেকে বের হয়ে ক্রিকেটাররা ক্যাফের দিকে যাচ্ছিলেন, তখন বাইকে থাকা আকিল তাদের অনুসরণ করেন। কিছু দূর যাওয়ার পর হঠাৎ করে দুই ক্রিকেটারের ওপর যৌন হয়রানি চালানো হয়। পুলিশ এখন খতিয়ে দেখছে, এই ঘটনায় আর কেউ যুক্ত আছে কি না।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Mirror News