প্রিন্ট এর তারিখঃ Oct 26, 2025 ইং || প্রকাশের তারিখঃ Oct 25, 2025 ইং
বিএনপি ক্ষমতায় এলে শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ: তারেক রহমান

বিএনপি ক্ষমতায় এলে শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, রাষ্ট্রের সুরক্ষার জন্য উপযুক্ত শিক্ষাব্যবস্থা অপরিহার্য এবং প্রতিটি মানুষের সুপ্ত প্রতিভা চিহ্নিত ও বিকাশের সুযোগ দিতে হবে।
শনিবার (২৫ অক্টোবর) বিকেলে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় খন্দকার শামসুল আলম ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা প্রস্তাবনার ওপর স্কুল-মাদরাসার শিক্ষার্থীদের মেধাবৃত্তি প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, “ক্ষমতায় এলে শিক্ষাক্ষেত্রে বিএনপি সর্বোচ্চ বরাদ্দ দেবে। পুরো শিক্ষাব্যবস্থাকে আধুনিক জ্ঞান-বিজ্ঞান ও উদ্ভাবনী প্রযুক্তির সঙ্গে সামঞ্জস্য রেখে দক্ষ করে গড়ে তুলতে হবে। প্রতিটি মানুষের মধ্যে থাকা সুপ্ত প্রতিভাকে বের করে আনতে হবে এবং বিকাশের সুযোগ করে দিতে হবে।”
তিনি আরও জানান, ঘোষিত ৩১ দফার অংশ হিসেবে দেশের শিক্ষাব্যবস্থা সময়োপযোগী করার জন্য বিএনপি একটি বিশেষজ্ঞ টিম গঠন করেছে, যারা ইতোমধ্যে কাজের অনেক অগ্রগতি অর্জন করেছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Mirror News