
কানাডার ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কানাডায় তৈরি এক শুল্কবিরোধী বিজ্ঞাপনে সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগানের বক্তব্য ব্যবহারের ঘটনায় ক্ষুব্ধ হয়েই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
এর মাত্র দুদিন আগেই কানাডার সঙ্গে সব ধরনের বাণিজ্য আলোচনা স্থগিত করেছিলেন ট্রাম্প। তার দাবি, অন্টারিও প্রদেশের ‘ভুয়া প্রচারণা’র কারণে যুক্তরাষ্ট্র আর আলোচনায় বসবে না।
অন্টারিও সরকারের তৈরি ওই বিজ্ঞাপনে রিগানের একটি পুরনো ভিডিও ব্যবহার করা হয়, যেখানে তিনি বলেছিলেন—“শুল্কই বাণিজ্যযুদ্ধ ও অর্থনৈতিক বিপর্যয়ের সূচনা ঘটায়।”
প্রদেশটির প্রিমিয়ার ডগ ফোর্ড জানান, সপ্তাহান্ত শেষে বিজ্ঞাপনটি সরিয়ে নেওয়া হবে, যাতে দুই দেশের মধ্যে আলোচনার পরিবেশ ফের তৈরি হয়।
তবে শুক্রবার রাতে মেজর লিগ বেসবলের ওয়ার্ল্ড সিরিজে টরন্টো ব্লু জেস ও লস অ্যাঞ্জেলেস ডজার্সের ম্যাচ চলাকালে বিজ্ঞাপনটি প্রচারিত হয়। এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ লেখেন,
“বিজ্ঞাপনটি বন্ধ করার কথা ছিল, কিন্তু তারা ইচ্ছা করেই ওয়ার্ল্ড সিরিজে প্রচার করেছে। এটি সম্পূর্ণ প্রতারণা ও শত্রুতামূলক আচরণ। তাই কানাডার সব পণ্যের ওপর আমি অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপ করছি।”
এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি কানাডা সরকার। তবে কোন পণ্যের ওপর এই নতুন শুল্ক কার্যকর হবে, তা স্পষ্ট করেননি ট্রাম্প। বর্তমানে যুক্তরাষ্ট্র-মেক্সিকো-কানাডা চুক্তি (ইউএসএমসিএ)-এর আওতায় কানাডার বেশিরভাগ রপ্তানি পণ্যই শুল্কমুক্ত।
এর আগে আগস্ট মাসে ট্রাম্প প্রশাসন ইউএসএমসিএ-র বাইরে থাকা কানাডীয় পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপ করে। এছাড়া এ বছর বিশ্বব্যাপী স্টিল ও অ্যালুমিনিয়াম খাতে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক বসানো হয়েছে, যা কানাডার অর্থনীতিতেও প্রভাব ফেলেছে।
অন্টারিও সরকারের বিজ্ঞাপনে ব্যবহৃত রিগানের ১৯৮০-এর দশকের ভাষণের অংশগুলো ছিল আসল, তবে আল-জাজিরার বিশ্লেষণ অনুযায়ী, সেগুলোর ক্রম পরিবর্তন করে উপস্থাপন করা হয়েছে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে, এই বিজ্ঞাপনের মাধ্যমে ট্রাম্পের শুল্কনীতি নিয়ে সুপ্রিম কোর্টে চলমান মামলার ওপর প্রভাব বিস্তার করার চেষ্টা করা হয়েছে।
ডগ ফোর্ড জানান, প্রধানমন্ত্রী মার্ক কারনির সঙ্গে আলোচনার পর বিজ্ঞাপনটির সম্প্রচার সাময়িকভাবে স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে তিনি এক্স-এ (সাবেক টুইটার) লিখেছেন—
“আমরা যুক্তরাষ্ট্রের জনগণ ও ব্যবসায়ীদের মধ্যে শুল্কের প্রভাব নিয়ে আলোচনা শুরু করতে চেয়েছিলাম, এবং সেই লক্ষ্য আমরা অর্জন করেছি। সপ্তাহান্ত পর্যন্ত বিজ্ঞাপনটি প্রচার অব্যাহত থাকবে, অন্তত ওয়ার্ল্ড সিরিজের প্রথম দুই ম্যাচে।”
দ্বিতীয় ম্যাচে বিজ্ঞাপনটি সম্প্রচারিত হবে কি না, তা এখনও অনিশ্চিত।
এদিকে কানাডীয় প্রধানমন্ত্রী মার্ক কারনি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র চাইলে তার দেশ বাণিজ্য আলোচনায় ফের অংশ নিতে প্রস্তুত। দুই নেতা আগামী সপ্তাহে মালয়েশিয়ায় আয়োজিত আসিয়ান সম্মেলনে অংশ নেবেন, তবে ট্রাম্প ইতোমধ্যে জানিয়ে দিয়েছেন—কারনির সঙ্গে তার কোনো বৈঠকের পরিকল্পনা নেই।