প্রিন্ট এর তারিখঃ Oct 26, 2025 ইং || প্রকাশের তারিখঃ Oct 26, 2025 ইং
আরপিও সংশোধনীর বিরোধিতা করে সিইসিকে চিঠি বিএনপির

জোটবদ্ধভাবে নির্বাচন করলে দলগুলোর নিজস্ব প্রতীকে ভোট করার বাধ্যবাধকতার বিষয়ে গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) সংশোধনীর সঙ্গে একমত নয় বিএনপি। পূর্বের বিধান বহাল রাখার দাবি জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনকে চিঠি দিয়েছে দলটি।
বিএনপি বলছে, এই সংশোধনী নিয়ে কোনো রাজনৈতিক দলের প্রস্তাব ছিল না এবং তা গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ন করেছে।
রোববার (২৬ অক্টোবর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়।
বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ। তিনি বলেন, “জোট করলেও ভোট করতে হবে নিজস্ব প্রতীকে—গণপ্রতিনিধিত্ব আদেশের এই সংশোধনীর সঙ্গে বিএনপি একমত নয়। পূর্বের বিধান বহাল রাখার জন্য আমরা সিইসিকে চিঠি দিয়েছি।”
তিনি আরও বলেন, “কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকেই এই সংশোধনীর প্রস্তাব আসেনি। আলোচনা ছাড়া এমন সিদ্ধান্ত গ্রহণযোগ্য নয়। এতে গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ন হয়েছে।”
ইসমাইল জবিউল্লাহ জানান, এ বিষয়ে উপদেষ্টা পর্যায়েও নির্বাচন কমিশনকে চিঠি দেওয়া হবে। তার মতে, জোটবদ্ধভাবে নির্বাচন করলে দলগুলোর প্রতীক বেছে নেওয়ার স্বাধীনতা থাকা উচিত।
উল্লেখ্য, সম্প্রতি নির্বাচন কমিশন গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) সংশোধনী চূড়ান্ত করেছে, যেখানে বলা হয়েছে—জোটবদ্ধ নির্বাচনেও প্রতিটি প্রার্থীকে নিজ দলের প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। এই সংশোধনী বাতিলের দাবিতে বিএনপি আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনে চিঠি দিয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Mirror News