প্রিন্ট এর তারিখঃ Oct 26, 2025 ইং || প্রকাশের তারিখঃ Oct 26, 2025 ইং
৪৯তম বিসিএসের মৌখিক পরীক্ষার তারিখ ঘোষণা

৪৯তম (বিশেষ) বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচি ঘোষণা করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)। ১ হাজার ২১৯ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা আগামী ২ নভেম্বর ২০২৫ থেকে শুরু হবে।
বিপিএসসি জানিয়েছে, মৌখিক পরীক্ষা প্রতিদিন সকাল ১০টা থেকে কমিশনের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হবে। পরীক্ষার দিনগুলো হলো ২, ৩, ৪, ৫, ৬ ও ৯ নভেম্বর ২০২৫।
পরীক্ষার স্থান:
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের প্রধান কার্যালয়, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা।
প্রার্থীদের জন্য নির্দেশনা:
১. প্রার্থীরা বিপিএসসির ওয়েবসাইট থেকে নির্ধারিত অনলাইন ফরম ডাউনলোড করে পূরণ করবেন। ফরমটি মৌখিক পরীক্ষার দিন সংশ্লিষ্ট বোর্ডে প্রয়োজনীয় কাগজপত্রসহ ৩০ মিনিট আগে জমা দিতে হবে।
২. মৌখিক পরীক্ষার বোর্ডে BPSC Form-3 পূরণ করে জমা দেওয়া বাধ্যতামূলক।
৩. প্রাক্–চাকরিবৃত্তান্ত যাচাই ফরম (পুলিশ ভেরিফিকেশন ফরম) কমিশনের ওয়েবসাইটে যথাসময়ে আপলোড করা হবে। প্রার্থীরা ফরমটি ডাউনলোড করে পূরণ ও স্বাক্ষর শেষে তিন কপি জমা দেবেন মৌখিক পরীক্ষার দিন।
এর আগে ৪৯তম (বিশেষ) বিসিএসের এমসিকিউ টাইপ লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয় ১৯ অক্টোবর। এতে ১ হাজার ২১৯ জন প্রার্থী উত্তীর্ণ হন।
শুধু সাধারণ শিক্ষা ক্যাডার নিয়োগের জন্য আয়োজন করা হয় এ বিশেষ বিসিএস। বিজ্ঞপ্তি প্রকাশিত হয় চলতি বছরের ২১ জুলাই, এবং লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় ১০ অক্টোবর।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Mirror News