
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, গণভোটের বিষয়ে দলের অবস্থান একেবারেই পরিষ্কার—এটি জাতীয় নির্বাচনের দিনই অনুষ্ঠিত হতে হবে। এই বিষয়ে কোনো আলোচনা বা আপসের সুযোগ নেই।
মঙ্গলবার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতাদের সঙ্গে বৈঠক করেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আমীর খসরু।
তিনি বলেন, “তত্ত্বাবধায়ক সরকার ছাড়া সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়। একটি কার্যকর নির্বাচন কমিশন গঠনের জন্যও তত্ত্বাবধায়ক ব্যবস্থাই একমাত্র পথ।”
তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে তিনি বলেন, “এটা এখন স্পষ্ট যে তিনি খুব শিগগিরই দেশে ফিরবেন।”