প্রিন্ট এর তারিখঃ Oct 29, 2025 ইং || প্রকাশের তারিখঃ Oct 28, 2025 ইং
নাহিদের স্পষ্ট বার্তা—সংস্কারবিরোধী দলের সঙ্গে এনসিপির কোনো ঐক্য নেই

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সংস্কারের বিপক্ষে অবস্থান নেওয়া বা ইতিহাসে দায়ভার রয়েছে এমন কোনো রাজনৈতিক দলের সঙ্গে এনসিপির জোট হওয়ার সম্ভাবনা নেই।
মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে রাজশাহী পর্যটন মোটেল প্রাঙ্গণে এনসিপির বিভাগীয় প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ শেষে সমসাময়িক রাজনৈতিক ইস্যুতে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, আমরা এখন পর্যন্ত কোনো জোটে যাওয়ার সিদ্ধান্ত নিইনি। যদি কখনো সিদ্ধান্ত নিতে হয়, তা অবশ্যই নীতিগত অবস্থান থেকেই নেওয়া হবে। যারা সংস্কারের বিপক্ষে দাঁড়ায়, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের নতুন আকাঙ্ক্ষার বিরুদ্ধে অবস্থান নেয়, অথবা যাদের ইতিহাসে দায়ভার রয়েছে তাদের সঙ্গে জোটে যাওয়ার আগে আমাদের বারবার ভাবতে হবে। আমরা একটি নতুন রাজনৈতিক শক্তি, জনগণের আমাদের প্রতি অনেক প্রত্যাশা রয়েছে, তাই আমরা নিজেদের স্বাতন্ত্র্য বজায় রাখতে চাই।
জুলাই সনদ প্রসঙ্গে তিনি আরও বলেন, জুলাই সনদ স্বাক্ষর করতে আমরা অপেক্ষা করছি। এ সনদ বাস্তবায়নের পর গণভোট হবে এবং সেই গণভোটের মাধ্যমে ড. মুহাম্মদ ইউনূস আদেশে স্বাক্ষর করবেন। রাষ্ট্রপতি এ আদেশে স্বাক্ষর করতে পারবেন না, কারণ বিদ্যমান সংবিধানের আলোকে এটি সাংঘর্ষিক হবে। কোনো প্রকার নোট অব ডিসেন্ট থাকলে আমরা তাতে স্বাক্ষর করব না।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Mirror News