প্রিন্ট এর তারিখঃ Oct 29, 2025 ইং || প্রকাশের তারিখঃ Oct 28, 2025 ইং
পিআর পদ্ধতিতে নির্বাচন না হলে ২৮ অক্টোবরের মতো ঘটনা ঘটতে পারে

২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনায় নিহতদের স্মরণে ও বিচার দাবিতে কুষ্টিয়ায় আলোচনা সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে কুষ্টিয়া পাবলিক লাইব্রেরি মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াতের যশোর-কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য অধ্যক্ষ খন্দকার এ কে এম আলী মুহসিন। জেলা আমির অধ্যাপক আবুল হাশেমের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি অধ্যাপক সুজা উদ্দিন জোয়াদ্দারের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন জামায়াত মনোনীত কুষ্টিয়া সদর আসনের সংসদ সদস্য প্রার্থী মুফতি আমির হামজা, শহর জামায়াত আমির এনামুল হকসহ অন্যান্য নেতারা।
অধ্যক্ষ আলী মুহসিন বলেন, “আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে দুর্নীতি ও বৈষম্য থাকবে না, মানুষ তার স্বাধিকার ফিরে পাবে। ব্যভিচার ও ঘুষ বন্ধ করলেই শরীয়তের আইন প্রতিষ্ঠিত হবে। এই আইন দেশের সব ধর্মের মানুষের কল্যাণ বয়ে আনবে।”
সভায় মুফতি আমির হামজা বলেন, “এবার যদি পিআর পদ্ধতিতে নির্বাচন না হয়, তাহলে আবারও ২৮ অক্টোবরের মতো পরিস্থিতি তৈরি হতে পারে। এমন ঘটনা যেন আর কখনো না ঘটে, সেজন্য দল-মত নির্বিশেষে সবাইকে উদ্যোগ নিতে হবে।”
আলোচনা শেষে ২৮ অক্টোবরের ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Mirror News