প্রিন্ট এর তারিখঃ Oct 29, 2025 ইং || প্রকাশের তারিখঃ Oct 28, 2025 ইং
ভুয়া জুলাই-যোদ্ধার তালিকায় ১০৪ জন

জুলাই গণঅভ্যুত্থানে সম্পৃক্ত না হয়েও “জুলাই-যোদ্ধা” হিসেবে স্বীকৃতি পেয়েছেন ১০৪ জন। আন্দোলনে অংশগ্রহণকারীরা তাঁদের ‘ভুয়া জুলাই-যোদ্ধা’ হিসেবে চিহ্নিত করেছেন। যাচাই-বাছাই শেষে সরকার এদের নামের গেজেট বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে।
দেশের আট বিভাগে মোট ১০৪ জন ভুয়া জুলাই-যোদ্ধা ছাড়াও একই ব্যক্তির নামে একাধিকবার গেজেট প্রকাশের ঘটনা পাওয়া গেছে ২৩ জনের ক্ষেত্রে। তাঁদের মধ্যে একটি গেজেট বহাল রেখে অন্যটি বাতিল করা হবে। সব মিলিয়ে ১২৭ জনের গেজেট বাতিলের প্রক্রিয়া চলছে।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, আহত জুলাই-যোদ্ধাদের তালিকায় যেসব নাম ছিল, তাঁদের মধ্যে অনেকে আসলে আন্দোলনে অংশ নেননি। কেউ কেউ প্রতারণার আশ্রয় নিয়ে গেজেটভুক্ত হয়েছেন। জেলা পর্যায়ের যাচাই-বাছাই শেষে এসব নাম বাতিলের সুপারিশ করা হয়েছে।
বিভাগওয়ারি হিসাবে ময়মনসিংহে ২০ জন, সিলেটে ২৬ জন, চট্টগ্রামে ৩৪ জন, খুলনায় ৫ জন, রংপুরে ২ জন, ঢাকায় ৭ জন, রাজশাহীতে ৯ জন এবং বরিশালে দুজনের নামে একাধিক গেজেট পাওয়া গেছে।
এই বিষয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম (বীর প্রতীক) বলেন, “জুলাই গণঅভ্যুত্থানে অংশ না নিয়েও যারা ভুয়া পরিচয়ে সুযোগ নিয়েছেন, তাঁদের তালিকা থেকে বাদ দেওয়া হবে এবং প্রয়োজনে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”
মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর) মোহাম্মদ ফারুক হোসেন বলেন, “যাদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেছে, তাঁদের গেজেট বাতিল করা হবে। বাতিলের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি আরও বলেন, “যারা এককালীন আর্থিক সহায়তা বা সুবিধা নিয়েছেন, গেজেট বাতিলের পর তাঁদের কাছ থেকেও অর্থ ফেরত আনার ব্যবস্থা করা হবে।”
মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, এখন পর্যন্ত জুলাই গণঅভ্যুত্থানের আহত ও নিহতদের মধ্যে গেজেটভুক্ত রয়েছেন ১৪ হাজার ৬৩৬ জন। তাঁদের মধ্যে ক শ্রেণিতে ৬০২ জন, খ শ্রেণিতে ১,১১৮ জন, গ শ্রেণিতে ১২,০৮০ জন আহত এবং নিহত ৮৪৪ জন। এর মধ্যে ৮ জনের গেজেট ইতিমধ্যে বাতিল করা হয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Mirror News