প্রিন্ট এর তারিখঃ Oct 30, 2025 ইং || প্রকাশের তারিখঃ Oct 30, 2025 ইং
নভেম্বরে গণভোট চেয়ে ইসিতে জামায়াতসহ আট দলের স্মারকলিপি

আগামী নভেম্বরের মধ্যেই গণভোটসহ পাঁচ দফা দাবিতে প্রধান নির্বাচন কমিশনারের কাছে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিসসহ আটটি রাজনৈতিক দল।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল ১১টার দিকে নির্বাচন কমিশন ভবনের সামনে জড়ো হন দলগুলোর নেতাকর্মীরা। গণভোটের দাবিতে আয়োজিত বিক্ষোভে বক্তারা বলেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করে নভেম্বরের মধ্যেই গণভোট আয়োজন করতে হবে।
তারা আরও বলেন, নির্বাচন কমিশনকে এখনই প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে যাতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সকল দলের জন্য সমান সুযোগ নিশ্চিত হয়। অন্যথায় আগের কমিশনের মতোই এই কমিশনেরও পরিণতি ভালো হবে না বলে হুঁশিয়ারি দেন নেতারা।
দুপুর ১২টার দিকে আট দলের শীর্ষ নেতাদের সমন্বয়ে একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনারের কাছে স্মারকলিপি জমা দেয়।
৫ দফা দাবি
আন্দোলনরত দলগুলোর পাঁচ দফা দাবি হলো—
১. জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করে নভেম্বরের মধ্যে গণভোট আয়োজন।
২. আগামী জাতীয় নির্বাচনে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি চালু।
৩. অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা।
৪. বর্তমান সরকারের ‘জুলুম, নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির’ বিচার নিশ্চিত করা।
৫. ‘স্বৈরাচারের দোসর’ জাতীয় পার্টি ও ১৪ দলের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Mirror News