 
    
     প্রিন্ট এর তারিখঃ Oct 31, 2025 ইং || প্রকাশের তারিখঃ Oct 31, 2025 ইং
নতুন হেড কোচ নিয়োগ দিলো কলকাতা নাইট রাইডার্স
  
    
    
    
চন্দ্রকান্ত পণ্ডিতের সঙ্গে তিন বছরের চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর থেকেই নতুন হেড কোচের খোঁজে ছিল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। শোনা যাচ্ছিল, সাবেক অধিনায়ক উইয়ান মরগ্যানসহ বেশ কয়েকজন বিদেশি প্রার্থীর নাম বিবেচনায় রয়েছে। তবে শেষ পর্যন্ত দেশীয় কোচের ওপরই ভরসা রেখেছে ফ্র্যাঞ্চাইজিটি।
আইপিএলে কেকেআরের নতুন প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন অভিষেক নায়ার। বৃহস্পতিবার কেকেআরের সিইও বেঙ্কি মাইসোর সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।
অভিষেকের নিয়োগের খবর জানিয়ে বেঙ্কি মাইসোর লিখেছেন, “২০১৮ সাল থেকে অভিষেক নাইট রাইডার্স পরিবারের অবিচ্ছেদ্য অংশ। মাঠের ভেতরে ও বাইরে তিনি সবসময় আমাদের ক্রিকেটারদের উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার ক্রিকেট জ্ঞান ও খেলোয়াড়দের সঙ্গে গভীর সম্পর্ক কেকেআরের অগ্রগতির অন্যতম কারণ। তাকে এখন প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিতে দেখে আমরা দারুণ উচ্ছ্বসিত। আশা করছি, তিনি দলকে পরবর্তী অধ্যায়ে নিয়ে যাবেন।”
গত মৌসুমে নারী প্রিমিয়ার লিগে ইউপি ওয়ারিয়র্স দলের প্রধান কোচ ছিলেন অভিষেক নায়ার। এবার কেকেআরের প্রধান কোচ হিসেবে তিনি আইপিএলে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন।
রোহিত শর্মা ও লোকেশ রাহুলের মতো তারকাদের ব্যক্তিগত ব্যাটিং কোচ হিসেবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে নায়ারের। তার পরামর্শেই রিঙ্কু সিং ও হর্ষিত রানার মতো তরুণ ক্রিকেটাররা নিজেদের মেলে ধরেছেন পেশাদার ক্রিকেটে।
 
    
        
       © সকল কিছুর স্বত্বাধিকারঃ Mirror News