প্রিন্ট এর তারিখঃ Nov 3, 2025 ইং || প্রকাশের তারিখঃ Nov 1, 2025 ইং
ইন্টারনেট ছাড়াই যাচাই করুন আপনার ফোনের নিবন্ধন অবস্থা

দেশে ব্যবহৃত সব মোবাইল হ্যান্ডসেট আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হবে বলে জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। তাই এর আগে নেটওয়ার্কে ব্যবহৃত কোনো ফোনের জন্য আলাদাভাবে নিবন্ধনের প্রয়োজন নেই।
তবে ব্যবহারকারীরা চাইলে খুব সহজেই জানতে পারবেন তাদের ফোন ইতোমধ্যে নিবন্ধিত কি না। এ জন্য ইন্টারনেট সংযোগেরও প্রয়োজন নেই-শুধু নিচের ধাপগুলো অনুসরণ করলেই হবে।
নিবন্ধন অবস্থা যাচাইয়ের ধাপসমূহ :
১️⃣ মোবাইল ফোন থেকে *16161# নম্বরে ডায়াল করুন।
২️⃣ প্রদর্শিত বক্সে ফোনের ১৫-সংখ্যার IMEI নম্বর লিখে পাঠান।
৩️⃣ কয়েক মুহূর্তের মধ্যেই ফিরতি এসএমএসে হ্যান্ডসেটটির নিবন্ধন অবস্থা জানিয়ে দেওয়া হবে।
বিটিআরসি জানিয়েছে, ব্যবহারকারীরা চাইলে এই তথ্য neir.btrc.gov.bd
ওয়েবসাইটের সিটিজেন পোর্টাল থেকেও জানতে পারবেন। এছাড়া মোবাইল অপারেটরের কাস্টমার কেয়ার সেন্টারেও এ সেবা পাওয়া যাবে।
১৬ ডিসেম্বরের পর নতুন ফোন কেনার নিয়ম :
১৬ ডিসেম্বরের পর নতুন কোনো মোবাইল হ্যান্ডসেট কেনার আগে অবশ্যই সেটির বৈধতা যাচাই করতে হবে। অনলাইন, ই-কমার্স বা দোকান-যেখান থেকেই ফোন কেনা হোক না কেন, ক্রয়ের রসিদ সংরক্ষণ করতে হবে।
বৈধ হ্যান্ডসেট হলে তা স্বয়ংক্রিয়ভাবে এনইআইআর (NEIR) সিস্টেমে নিবন্ধিত হয়ে যাবে।
নতুন হ্যান্ডসেটের বৈধতা যাচাইয়ের ধাপসমূহ :
১️⃣ ফোনের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন -
KYD <space> ১৫-সংখ্যার IMEI নম্বর
(উদাহরণ: KYD 123456789012345)
২️⃣ বার্তাটি পাঠান ১৬০০২ নম্বরে।
৩️⃣ কিছুক্ষণ পর ফিরতি মেসেজে হ্যান্ডসেটের বৈধতা সংক্রান্ত তথ্য পেয়ে যাবেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Mirror News