প্রিন্ট এর তারিখঃ Nov 2, 2025 ইং || প্রকাশের তারিখঃ Nov 1, 2025 ইং
রাজশাহীতে কোচিং বাণিজ্যে লাগামহীন অর্থ আদায়ের প্রতিবাদে মানববন্ধন

নগরীর সাহেব বাজার জিরোপয়েন্টে বৃহত্তর রাজশাহী জেলা ও মহানগরের অভিভাবকবৃন্দের উদ্যোগে বেসরকারি কোচিং সেন্টার ‘ভাইয়া গ্রুপ’-এর লাগামহীন অর্থ আদায় ও প্রশাসনের উদাসীনতার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে আয়োজিত এ মানববন্ধনে বক্তারা বলেন, রাজশাহী একটি শিক্ষানগরী হলেও কোচিং সেন্টারগুলো এখন বাণিজ্যিক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। বিশেষ করে ‘ভাইয়া গ্রুপ প্রাইভেট সেন্টার’ শিক্ষার্থীদের কাছ থেকে ৬ মাস থেকে এক বছরের অগ্রিম ফি আদায় করে অভিভাবকদের জিম্মি করে রাখছে। এতে অনেক শিক্ষার্থী আর্থিক সংকটে পড়ছে এবং শিক্ষাব্যবস্থার অবনতি ঘটছে বলে অভিযোগ করেন তারা।

বক্তারা আরও বলেন, লাগামহীন অর্থ আদায় বন্ধে প্রশাসনের ভূমিকা অত্যন্ত নীরব ও উদাসীন। অবিলম্বে এই বাণিজ্যিক অনিয়ম বন্ধে রাজশাহী বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তারা।
সমাবেশে বক্তব্য দেন সহকারী অধ্যাপক ও বৃহত্তর রাজশাহী জেলার অভিভাবক প্রতিনিধি ওবায়দুর রহমান হেলাল, রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য মো. গোলাম মোস্তফা মামুন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রাজশাহী মহানগরের আহ্বায়ক মো. মোবাশ্বের আলী, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান, মানবাধিকার সংগঠন ‘পরিবর্তন’-এর পরিচালক মো. রাশেদ রিপন, ‘সেভ দ্য ন্যাচার অ্যান্ড লাইফ’-এর চেয়ারম্যান মিজানুর রহমান, ক্যাব ইয়ুথ রাজশাহীর যুব সমন্বয়ক মো. জুলফিকার আলী হায়দার, ইয়ুথ অ্যাকশন ফর সোশ্যাল চেঞ্জ (ইয়্যাস)-এর সাধারণ সম্পাদক মো. আতিকুর রহমান আতিক এবং বরেন্দ্র ইয়ুথ ফোরামের সদস্য হাসিবুল হাসনাত রিজভী।
শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত এ মানববন্ধনে শিক্ষার্থী, অভিভাবক ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Mirror News