প্রিন্ট এর তারিখঃ Nov 3, 2025 ইং || প্রকাশের তারিখঃ Nov 2, 2025 ইং
আমরা যদি মাঠে নামি, সরকার টিকে থাকবে কি না সন্দেহ: গয়েশ্বর

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, দেশে গণতন্ত্রের স্বার্থে একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন এই সরকারের অধীনে অনুষ্ঠিত হোক—এটাই তাদের প্রত্যাশা। তিনি বলেন, “আমরা যদি প্রতিবাদ করি বা মাঠে নামি, তাতে সরকারের টিকে থাকা সন্দেহের বিষয় হয়ে যায়।”
রোববার (২ নভেম্বর) বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
গয়েশ্বর বলেন, সুষ্ঠু ও অবাধ নির্বাচনের জন্য তারা দীর্ঘ ১৬ বছর ধরে আন্দোলন করে আসছেন। আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের ওপর তাদের আস্থা আছে যে তারা গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করবে।
তিনি আরও বলেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ইতোমধ্যে ঘোষণা দিয়েছেন যে নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে। নির্বাচনের আগে যে সব বিষয় নিয়ে আলোচনা চলছে, সরকার সেগুলো সমাধান করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
গণভোটে জনগণের স্বতঃস্ফূর্ত উপস্থিতি নিশ্চিত করলে কোনো শক্তি নির্বাচনের ফলাফল পরিবর্তন করতে পারবে না, মন্তব্য করেন গয়েশ্বর।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Mirror News