প্রিন্ট এর তারিখঃ Nov 3, 2025 ইং || প্রকাশের তারিখঃ Nov 2, 2025 ইং
জাতীয় নির্বাচনের পর আয়োজন করা হবে এবারের ইজতেমা

ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন জানিয়েছেন, এবারের ইজতেমা আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের পর আয়োজন করা হবে। রোববার (২ নভেম্বর) সচিবালয়ে জুবায়ের ও সা’দপন্থি নেতাদের সঙ্গে বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেছেন ধর্ম উপদেষ্টা।
ড. খালিদ হোসেন বলেন, “বিশেষ পরিস্থিতির কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশে নির্বাচনের আমেজ ইতোমধ্যেই শুরু হয়ে গেছে এবং আইনশৃঙ্খলা বাহিনী নির্বাচন ব্যবস্থাপনায় ব্যস্ত থাকবেন। তাই নির্বাচন ও রমজানের পর ইজতেমা আয়োজন করা নিরাপদ হবে। এ বিষয়ে তাবলীগ জামায়াতের নেতৃবৃন্দও সম্মতি জানিয়েছেন।”
তবে কোন গ্রুপ আগে ইজতেমা করবে, তা এখনও চূড়ান্ত হয়নি। তিনি আরও জানান, “দুই গ্রুপ একসাথে একই সময়ে ইজতেমা আয়োজনের কোনো সুযোগ নেই।” দুই পক্ষের সঙ্গে আলোচনা শেষে যথাযথ সময়সূচি ঠিক করা হবে।
বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, শিল্প ও গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। বৈঠকে ইজতেমার নিরাপত্তা, ব্যবস্থাপনা ও স্থানীয় প্রশাসনের সমন্বয় বিষয়েও বিস্তারিত আলোচনা হয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Mirror News