প্রিন্ট এর তারিখঃ Nov 3, 2025 ইং || প্রকাশের তারিখঃ Nov 2, 2025 ইং
ত্রয়োদশ জাতীয় নির্বাচনের ক্যাম্পেইন শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক ক্যাম্পেইন শুরু করেছে সরকার। রবিবার ৪৮ সেকেন্ডের একটি টিজার প্রকাশের মাধ্যমে এই যাত্রা শুরু হয়।
প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ (রবিবার) থেকে জাতীয় নির্বাচন ২০২৬-এর প্রচারণা শুরু হলো। প্রথম টিজারে গুমের শিকার বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত কার্যক্রমের সমন্বয়ক ক্যাপ্টেন (অব.) ড. খান সুবায়েল বিন রফিক সকলকে ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
টিজারে বলা হয়েছে, ফেব্রুয়ারি ২০২৬-এ উৎসবমুখর পরিবেশে জনগণ ভোট দিবে। নির্বাচনের মধ্য দিয়ে দেশের মালিকানা বুঝে নেবে জনগণ।
ভিডিওর শুরুতে স্ক্রিনে দেখা যায়, ‘আওয়ামী ক্ষমতার উৎস’ শিরোনাম। এরপর প্রদর্শিত হয় সাবেক পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের একটি সমালোচিত বক্তব্য। সেখানে তিনি বলেন, “আমি ভারতে গিয়ে বলেছি যে শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে হবে। সেই কারণে ভারত সরকারকে অনুরোধ করেছি।”
টিজারে এরপর ক্যাপ্টেন (অব.) ড. খান সুবায়েল বিন রফিককে দেখা যায়, যিনি বলেন, “সব অধ্যায় পেছনে ফেলে বাংলাদেশ আজ ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচনের মুখোমুখি। এই নির্বাচনের মাধ্যমে আপনার দেশের দখল নির্ধারিত হবে।”
ভিডিওতে জাতীয় সংসদ ভবনকে পটভূমি হিসেবে ব্যবহার করা হয়েছে। সুবায়েল বলেন, “নির্বাচন ২০২৬, দেশের চাবি আপনার হাতে। আপনার ভোটের মাধ্যমে নির্ধারণ করুন, কেমন বাংলাদেশ দেখতে চান।”
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Mirror News