প্রিন্ট এর তারিখঃ Nov 3, 2025 ইং || প্রকাশের তারিখঃ Nov 2, 2025 ইং
বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত

মুন্সীগঞ্জে বিএনপির দুই গ্রুপের বিরোধে তুহিন দেওয়ান (২২) নামে এক যুবক গুলিতে নিহত হয়েছেন। রবিবার রাত পৌনে ১০টার দিকে সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের বেহেরকান্দি গ্রামে এই ঘটনা ঘটে। নিহত তুহিন ওই গ্রামের সেলিম দেওয়ানের ছেলে।
পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা গেছে, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে মোল্লাকান্দি ইউনিয়ন বিএনপির দুই গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। রবিবার রাতে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষ মুন্সীকান্দি গ্রামের বিএনপি নেতা উজির আলীর অনুসারী লিটন বেপারী পেছন থেকে তুহিনকে লক্ষ্য করে গুলি করে। গুলি তার গলার পেছনে লাগে।
গুলির শব্দে স্থানীয়রা ছুটে এসে আহত তুহিনকে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেন। রাত সাড়ে ১০টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালে কান্নাজড়িত কণ্ঠে তুহিনের মা লাকী বেগম বলেন, “লিটন বেপারী আমার ছেলেকে গুলি করে মেরেছে। আমি তার ফাঁসি চাই।” নিহতের ভাই আক্কাস দেওয়ান অভিযোগ করে বলেন, “লিটন আগে থেকেই ওত পেতে ছিল। পেছন থেকে গুলি করে তুহিনকে হত্যা করেছে।”
ঘটনার পর থেকেই অভিযুক্ত লিটন বেপারী পলাতক। তার মোবাইল ফোন বন্ধ থাকায় তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। এ বিষয়ে বিএনপি নেতা উজির আলী বলেন, “আমি ঢাকায় আছি, গ্রামে কী হয়েছে জানি না। ঘটনার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই।”
সদর থানার ওসি সাইফুল আলম বলেন, “ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।”
ঘটনার পর বেহেরকান্দি ও মুন্সীকান্দি গ্রামে উত্তেজনা বিরাজ করছে, এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Mirror News