ঢাকা

অবশেষে কাঠগড়ায় ১৫ সেনা কর্মকর্তা

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি : সংগৃহীত ছবি : সংগৃহীত

দীর্ঘ জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ১৫ সেনা কর্মকর্তাকে গতকাল বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। দেশের ইতিহাসে এই প্রথম কর্মরত অবস্থায় এতজন সেনা কর্মকর্তাকে সিভিল আদালতে বিচারের মুখোমুখি করা হলো।

গ্রেপ্তারি পরোয়ানা জারির আগে থেকেই বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে মতবিরোধ চলছিল। তবে বুধবার তাদের স্বেচ্ছায় আত্মসমর্পণের মধ্য দিয়ে সেই বিরোধের অবসান ঘটে। আদালতে হাজিরার মাধ্যমে প্রমাণিত হয়েছে, অপরাধে অভিযুক্ত কেউই আইনের ঊর্ধ্বে নয়।

সকালে বাড়তি নিরাপত্তার মধ্যে ট্রাইব্যুনালে হাজির করা হয় অভিযুক্ত সেনা কর্মকর্তাদের। সকাল সাড়ে ৭টার দিকে তাদের হাজতখানায় নেওয়া হয়, এরপর ৮টা ১০ মিনিটে এজলাসে তোলা হয়। তারা সবাই ছিলেন সাধারণ পোশাকে। চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম তিনটি মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠনের পক্ষে বক্তব্য দেন।

পরে বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আদালতের অন্য সদস্যরা হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

দুটি গুমের মামলার শুনানির জন্য আগামী ২০ নভেম্বর এবং রামপুরায় গণহত্যার মামলার শুনানির জন্য ৫ নভেম্বর তারিখ নির্ধারণ করা হয়েছে।

কারাগারে পাঠানো কর্মকর্তারা
কারাগারে পাঠানো সেনা কর্মকর্তারা হলেন র‌্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. জাহাঙ্গীর আলম, ব্রিগেডিয়ার জেনারেল তোফায়েল মোস্তফা সারোয়ার, ব্রিগেডিয়ার জেনারেল মো. কামরুল হাসান, ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুব আলম, ব্রিগেডিয়ার কে এম আজাদ, কর্নেল আবদুল্লাহ আল মোমেন, কর্নেল আনোয়ার লতিফ খান, লেফটেন্যান্ট কর্নেল মশিউর রহমান, লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম সুমন, লেফটেন্যান্ট কর্নেল সারওয়ার বিন কাশেম, লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ানুল ইসলাম এবং মেজর রাফাত-বিন-আলম।

এ ছাড়া ডিজিএফআইয়ের সাবেক তিন পরিচালক— মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রহমান সিদ্দিকী ও ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভীর মাজাহার সিদ্দিকীকেও কারাগারে পাঠানো হয়েছে।

সাবজেলে স্থানান্তর
বেলা সোয়া ১০টার দিকে প্রিজনভ্যানে করে তাদের ঢাকা সেনানিবাসের সাবজেলে (এমইএস বিল্ডিং নম্বর-৫৪) নেওয়া হয়। আইজি প্রিজন ও আসামিপক্ষের আইনজীবীরা সাংবাদিকদের জানান, সেখানেই তাদের রাখা হবে।

হাসিনাসহ পলাতক ১৭ আসামির বিরুদ্ধে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ
মানবতাবিরোধী অপরাধের তিনটি মামলায় পলাতক আসামিদের হাজিরের জন্য সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। তাদের মধ্যে রয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক ডিজিএফআই ও র‌্যাবের শীর্ষ কর্মকর্তারা।

চিফ প্রসিকিউটরের আবেদনের পর আদালত আগামী সাত দিনের মধ্যে দুটি জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন।

সেনাবাহিনীর সহযোগিতা
চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, সেনাবাহিনী আসামিদের আদালতে হাজিরে সম্পূর্ণ সহযোগিতা করেছে। তিনি বলেন, “সেনাবাহিনী ল অব দ্য ল্যান্ডের প্রতি শ্রদ্ধাশীল থাকার প্রতিশ্রুতি দিয়েছে এবং তারা তা বাস্তবায়ন করেছে। আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করেই আসামিদের হাজির করা হয়েছে।”

তিনি আরও বলেন, “দেশপ্রেমিক সেনাবাহিনীকে নিয়ে কেউ যেন অপপ্রচার না করে। গুমের বিচারেও তারা রাষ্ট্রের পাশে আছে।”

আত্মসমর্পণকারী কর্মকর্তারা নির্দোষ দাবি
আসামিদের পক্ষে ব্যারিস্টার এম সরোয়ার হোসেন দাবি করেন, তাদের মক্কেলরা নির্দোষ এবং আইনের প্রতি শ্রদ্ধা রেখেই স্বেচ্ছায় আত্মসমর্পণ করেছেন। তিনি বলেন, “আসল অপরাধীরা ভারতে পালিয়ে গেছে। আমার মক্কেলরা আদালতের প্রতি শ্রদ্ধাশীল হয়ে হাজির হয়েছেন এবং ন্যায়বিচার আশা করছেন।”

জেনারেল ওয়াকারের বক্তব্য নিয়ে বিতর্ক
সম্প্রতি সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের বক্তব্য ঘিরে বিতর্ক দেখা দেয়। অনেকেই সেটিকে অভিযুক্ত কর্মকর্তাদের পক্ষে অবস্থান হিসেবে ব্যাখ্যা করেন। তবে আইএসপিআর স্পষ্ট করেছে, বক্তব্যটি গুম-খুনের মামলার সঙ্গে সম্পর্কিত নয়।

৩৪ গুম ও রামপুরায় ২৮ হত্যার অভিযোগ
তিনটি মামলায় মোট ৩৪টি গুমের অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে টিএফআই সেলে নির্যাতনের অভিযোগে ১৭ জন ও জেআইসি সেলে নির্যাতনের অভিযোগে ১৩ জনকে আসামি করা হয়েছে।

এ ছাড়া গত বছরের জুলাইয়ে রামপুরায় বিজিবি ও পুলিশের গুলিতে ২৮ জন নিহত হওয়ার ঘটনায় দায়ের হওয়া মামলায় দুই লেফটেন্যান্ট কর্নেল ও দুই পুলিশ কর্মকর্তাকে আসামি করা হয়েছে।

অনুমান করা হয়, পূর্ববর্তী সরকারের সময়ে দেশে এক হাজারেরও বেশি গুমের ঘটনা ঘটেছিল। গুম কমিশনের তথ্যমতে, এখনো অন্তত ৩৪৫ জন নিখোঁজ রয়েছেন।



কমেন্ট বক্স