ঢাকা

রিয়াল ডিফেন্ডার ট্রেন্টের অ্যানফিল্ডে ফেরা, আবেগ আর প্রত্যাশার লড়াই

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি: সংগৃহীত ছবি: সংগৃহীত


রিয়াল মাদ্রিদের ডিফেন্ডার ট্রেন্ট অ্যালেকজান্ডার-আর্নল্ড মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগে নিজের পুরোনো ক্লাব লিভারপুলের মাঠে ফিরছেন। তবে অ্যানফিল্ডে তার জন্য অপেক্ষা করতে পারে শীতল অভ্যর্থনা। সাবেক ক্লাবের দর্শকদের কঠোর প্রতিক্রিয়ার মুখে পড়তে পারেন তিনি। তবুও আর্নল্ড বলছেন, এসব কিছুই লিভারপুলের প্রতি তার ভালোবাসা কমাতে পারবে না।

লিভারপুলের স্থানীয় এই ফুটবলার ক্লাবটির একাডেমি থেকেই উঠে এসেছিলেন। দীর্ঘ সময় ক্লাবের হয়ে খেলেছেন এবং জিতেছেন প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়নস লিগ ও ক্লাব বিশ্বকাপের মতো বড় শিরোপা। তবে গত মৌসুমে নতুন চুক্তি নবায়ন না করার সিদ্ধান্তের পর থেকেই লিভারপুল সমর্থকদের একাংশ তার প্রতি ক্ষুব্ধ হয়ে ওঠে।

মে মাসে আর্সেনালের বিপক্ষে প্রিমিয়ার লিগের ম্যাচে লিভারপুলের সমর্থকদের একাংশ তাকে দুয়ো দেয়। তবুও আর্নল্ড শান্ত থেকে বলেন, “দর্শকরা আমাকে যেভাবেই গ্রহণ করুক না কেন, আমি সবসময় লিভারপুলকে ভালোবাসব। এই ক্লাবের হয়ে কাটানো সময় আমার জীবনের অংশ হয়ে থাকবে। কেউ চাইলে সেই অনুভূতি কেড়ে নিতে পারবে না।”

অ্যামাজন প্রাইমকে দেওয়া এক সাক্ষাৎকারে আর্নল্ড আরও বলেন, “লিভারপুলের বিপক্ষে ম্যাচটা সহজ হবে না। দর্শকদের আবেগ, পরিবেশ—সবকিছুই প্রভাব ফেলবে। কিন্তু দিনের শেষে গুরুত্বপূর্ণ হবে মাঠের খেলা। যদিও লিভারপুল সাম্প্রতিক সময়ে কিছুটা ছন্দ হারিয়েছে, তবুও তারা এখনো বিশ্বমানের দল। রিয়াল মাদ্রিদে কেউই ভাবছে না যে এটা সহজ লড়াই হবে।”

ম্যাচটিকে ঘিরে আগ্রহ তুঙ্গে। একদিকে নিজের সাবেক ক্লাবের বিপক্ষে মাঠে নামার আবেগ, অন্যদিকে দর্শকদের চাপ—সব মিলিয়ে অ্যানফিল্ডে ট্রেন্টের জন্য অপেক্ষা করছে এক ভিন্ন রকম রাত।




কমেন্ট বক্স