বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলমানের তালিকায় আবারও স্থান পেয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি তালিকায় শীর্ষ ৫০ জন প্রভাবশালী মুসলিমের মধ্যে রয়েছেন।
জর্ডানের রাজধানী আম্মানভিত্তিক প্রতিষ্ঠান ‘দ্য রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার (আরআইএসএসসি)’ প্রকাশ করেছে এ বছরের দ্য মুসলিম ৫০০: দ্য ওয়ার্ল্ডস মোস্ট ইনফ্লুয়েনশিয়াল মুসলিমস প্রতিবেদন। ২০০৯ সাল থেকে প্রতিষ্ঠানটি প্রতিবছর বিশ্বের রাজনীতি, ধর্ম, সমাজ, সংস্কৃতি, অর্থনীতি ও গণমাধ্যমসহ বিভিন্ন ক্ষেত্রে প্রভাবশালী মুসলমানদের নিয়ে এই তালিকা প্রকাশ করে আসছে।
চলতি বছরের তালিকায় শীর্ষে রয়েছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছেন যথাক্রমে পাকিস্তানের প্রখ্যাত ইসলামি পণ্ডিত শেখ মুহাম্মদ তাকি উসমানি এবং ইয়েমেনের সুফি আলেম শেখ হাবিব উমর বিন হাফিজ।
শীর্ষ দশে আরও রয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনি, জর্ডানের বাদশাহ আবদুল্লাহ দ্বিতীয়, আল-আজহার বিশ্ববিদ্যালয়ের গ্র্যান্ড শেখ ড. আহমদ মুহাম্মদ আল-তায়্যিব, তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান, সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ, সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।
গত বছরের ৫ আগস্ট বাংলাদেশে গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেন ড. ইউনূস। ১৯৪০ সালের ২৮ জুন জন্ম নেওয়া এই অর্থনীতিবিদ ২০০৬ সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা ও ক্ষুদ্রঋণ কার্যক্রমের জন্য নোবেল শান্তি পুরস্কার অর্জন করেন।
প্রসঙ্গত, গত বছরও একই তালিকায় জায়গা পেয়েছিলেন তিনি।
নিউজ ডেস্ক