ঢাকা

কক্সবাজার সৈকতে বিদ্যানন্দের দিনব্যাপী প্লাস্টিক সংগ্রহ ক্যাম্পেইন

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি: মিরর নিউজ ছবি: মিরর নিউজ
কক্সবাজার প্রতিনিধি: সমুদ্রের প্লাস্টিক দূষণ রোধে ব্যতিক্রমধর্মী উদ্যোগ নিয়েছে বিদ্যানন্দ ফাউন্ডেশন। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) কক্সবাজারের উখিয়ার ইনানী সৈকতে দিনব্যাপী অনুষ্ঠিত হয় “প্লাস্টিক এক্সচেঞ্জ স্টোর” কর্মসূচি।

এই কর্মসূচিতে উখিয়া উপকূলের প্রায় ৫০০ প্রান্তিক পরিবার ফেলনা প্লাস্টিক জমা দিয়ে খাদ্যসামগ্রী কেনার সুযোগ পান। মোট ১ দশমিক ৫ মেট্রিক টন প্লাস্টিকের বিনিময়ে প্রায় এক লাখ টাকার খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

কক্সবাজার জেলা প্রশাসন ও উখিয়া উপজেলা প্রশাসনের সহযোগিতায় আয়োজিত এ উদ্যোগে বিদ্যানন্দ ও স্থানীয় স্বেচ্ছাসেবীরা প্রায় ১৯ প্রকার নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান সাজান। সেখানে ১ কেজি প্লাস্টিকের বিনিময়ে ৬টি ডিম, ১ কেজি চাল, ২ কেজি প্লাস্টিকে ১ কেজি ডাল এবং ৫ কেজি প্লাস্টিকে ১ লিটার তেলের মতো বিনিময় সুবিধা দেওয়া হয়।

সোনারপাড়ার বাসিন্দা মরিয়ম বেগম বলেন, “মাইকিং শুনে এক সপ্তাহ ধরে প্লাস্টিক কুড়িয়ে ১০ কেজি জমিয়েছি। আজ এগুলো দিয়ে প্রায় ৬০০-৭০০ টাকার বাজার করেছি। ভাঙারির দোকানে দিলে ২০০ টাকার বেশি পেতাম না। এমন বাজার নিয়মিত হলে আমি সৈকত থেকে প্লাস্টিক কুড়িয়ে জমাব।”

বিদ্যানন্দ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক মোবারক বাবু বলেন, “জেলা প্রশাসনের সহায়তায় আমরা প্রতি বছর কক্সবাজার ও সেন্টমার্টিনে ছয় মাসব্যাপী এই কার্যক্রম চালাই। এ সময়ের মধ্যে ১ লাখ কেজি সামুদ্রিক প্লাস্টিক সংগ্রহ ও ১০০ শতাংশ রিসাইকেল করার লক্ষ্য রয়েছে। ইতোমধ্যে ২৩ হাজার ৫০০ কেজি প্লাস্টিক সংগ্রহ করে রিসাইকেল করা হয়েছে।”

প্রকল্প ব্যবস্থাপক রানা আহমেদ বলেন, “মানুষের অভ্যাস না বদলালে প্লাস্টিক দূষণ বন্ধ হবে না। তাই আমরা সচেতনতা বাড়াতে নতুন ধারণা নিয়ে কাজ করছি। সংগৃহিত প্লাস্টিকের কিছু অংশ দিয়ে সৈকতে ‘ভাস্কর্য প্রদর্শনী’র আয়োজন করা হবে।”

উল্লেখ্য, ২০২২ সাল থেকে বিদ্যানন্দ ফাউন্ডেশন ও কক্সবাজার জেলা প্রশাসন যৌথভাবে সমুদ্রের প্লাস্টিক দূষণ রোধে ধারাবাহিকভাবে কাজ করে আসছে।



কমেন্ট বক্স