ঢাকা

ঢাকাবাসীর মাথাপিছু আয় ৫১৬৩ ডলার: জরিপ

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি : সংগৃহীত ছবি : সংগৃহীত

দেশে মানুষের গড় মাথাপিছু আয় ২,৮২০ ডলার হলেও ঢাকায় বসবাসকারীদের জন্য এটি ৫,১৬৩ ডলার। রাজধানীর অর্থনৈতিক অবস্থা সম্পর্কিত এই তথ্য দিয়েছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)।


শনিবার (২৫ অক্টোবর) মতিঝিলে ডিসিসিআই-এর নিজ কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই তথ্য তুলে ধরা হয়।


জরিপ অনুযায়ী, দেশের জিডিপির ৪৬ শতাংশ ঢাকার অবদান, এবং মোট কর্মসংস্থানের ৪০ শতাংশই রাজধানীতে। দেশের মোট জনসংখ্যার মাত্র ১১ শতাংশের বেশি ঢাকায় বসবাস করছে, যা এশিয়ার মধ্যে সর্বোচ্চ।


তবে ঢাকা দেশের মোট রফতানির ৪০ শতাংশ উৎপাদন করছে। মোট উৎপাদন খাতের ৫৬ শতাংশ নিয়ন্ত্রণ করছে ৩৬৫টি প্রতিষ্ঠান, আর সেবাখাতের ২৮৯টি প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ করছে। তৈরি পোশাক খাতে ৫৮ শতাংশ কার্যক্রম নিয়ন্ত্রণ করছে ২১৪টি প্রতিষ্ঠান।




কমেন্ট বক্স