ঢাকা

৩১ দফা বাস্তবায়ন হলে দেশে আর ফ্যাসিস্টের জন্ম হবে না : ড্যানী

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি: সংগৃহীত ছবি: সংগৃহীত
বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-ধর্মবিষয়ক সম্পাদক এটি এম আব্দুল বারী ড্যানী বলেছেন, বিএনপি ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়িত হলে দেশে আর কোনো ফ্যাসিস্ট শাসকের জন্ম হবে না।


শনিবার (২৫ অক্টোবর) বিকেলে নেত্রকোনার বারহাট্টা উপজেলার হারুলিয়া গ্রামে স্থানীয় জনসাধারণের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। সভার বিষয় ছিল—রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও আসন্ন জাতীয় নির্বাচন।


এটি এম আব্দুল বারী ড্যানী বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রস্তাবিত ৩১ দফা হচ্ছে আগামী সমৃদ্ধ বাংলাদেশের রূপরেখা। এই দফাগুলো বাস্তবায়ন হলে দেশ এগিয়ে যাবে, নারীরা শিক্ষা ও কর্মক্ষেত্রে আরও এগিয়ে আসবে, সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে, আর কোনো ফ্যাসিস্ট শাসনের পুনর্জন্ম হবে না।


তিনি আরও বলেন, “ফ্যাসিস্টদের দোসররা নির্বাচনী প্রক্রিয়া নস্যাৎ করার ষড়যন্ত্র করছে, কিন্তু জনগণকে সঙ্গে নিয়ে সেই ষড়যন্ত্র প্রতিহত করা হবে। বিএনপি সব সময় জনগণের দল এবং তাদের কল্যাণেই কাজ করে।”


নেত্রকোনা-২ (সদর–বারহাট্টা) আসনে ধানের শীষের মনোনয়নপ্রত্যাশী এই বিএনপি নেতা বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে ছাত্রদলের রাজনীতি শুরু করি। সেই থেকে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি। মনোনয়ন পেলে এবং নির্বাচিত হলে এলাকার উন্নয়নই হবে আমার অগ্রাধিকার—সব রাস্তাঘাট পাকা করা হবে, জনগণের মৌলিক সমস্যা সমাধানে কাজ করব।”


সাবেক এই ছাত্রনেতা বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার সহপাঠীদের অনেকে আজ উচ্চ পদে—কেউ সচিব, কেউ পুলিশ বা প্রশাসনের কর্মকর্তা। চাইলে আমিও সে পথে যেতে পারতাম, কিন্তু আমি রাজনীতি বেছে নিয়েছি মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য। সাধারণ মানুষের সেবা করতে পারলেই আমার জীবন সার্থক হবে।”

মতবিনিময় সভায় জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি কয়েক হাজার স্থানীয় মানুষ অংশ নেন।




কমেন্ট বক্স