রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রোরেলের পিলার থেকে একটি বিয়ারিং প্যাড খুলে নিচে পড়েছে। এতে নিচে থাকা এক পথচারী নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
রোববার (২৬ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। দুর্ঘটনার পর থেকেই উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেলের চলাচল বন্ধ রয়েছে।
তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন বলেন, “বিয়ারিং প্যাড পড়ে ঘটনাস্থলেই একজন পথচারীর মৃত্যু হয়েছে বলে আমরা জানতে পেরেছি। নিহত ব্যক্তির পরিচয় এখনো নিশ্চিত নয়।”
তবে ঘটনাস্থল থেকে একটি পাসপোর্ট উদ্ধার করেছে পুলিশ। এতে নাম উল্লেখ আছে আবুল কালাম, বাড়ি শরীয়তপুর, জন্মসাল ১৯৯০।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানিয়েছে, নিরাপত্তার স্বার্থে পুরো রুটে মেট্রোরেল চলাচল আপাতত বন্ধ রাখা হয়েছে। ট্রেন চালু হওয়ার সময় এখনো নির্ধারণ করা যায়নি।
এর আগে গত বছর সেপ্টেম্বরে একই এলাকায় আরেকটি বিয়ারিং প্যাড খুলে পড়ে। এ ছাড়া চলতি বছরের ১৮ সেপ্টেম্বর আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত লাইনে বিয়ারিং প্যাড খুলে পড়ার ঘটনায় ১১ ঘণ্টা বন্ধ ছিল ট্রেন চলাচল।
বিশেষজ্ঞরা বলছেন, মেট্রোরেলের উড়ালপথে ব্যবহৃত এসব রাবারের বিয়ারিং প্যাড প্রতিটির ওজন ১৪০ থেকে ১৫০ কেজি। এগুলো ট্রেন চলাচলের সময় উড়ালপথের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্যাড নষ্ট বা স্থানচ্যুত হলে উড়ালপথ দেবে যাওয়া বা স্থানচ্যুত হওয়ার ঝুঁকি তৈরি হয়। তাই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে।
নিউজ ডেস্ক