ঢাকা

ভারত নারী ওয়ানডে বিশ্বকাপ জয়ী, বাংলাদেশ পেলো ২ লাখ ৮০ হাজার ডলার

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি:সংগৃহীত ছবি:সংগৃহীত


নারী ক্রিকেটে নতুন ইতিহাস লিখল ভারত। মুম্বাইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে রোববার রাতে অনুষ্ঠিত ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে হারিয়ে প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপ জয়ের স্বপ্ন পূরণ করেছে হরমনপ্রীত কৌরের নেতৃত্বাধীন দলটি। মাঠে ছিল আবেগ, গ্যালারিতে উল্লাস—সব মিলিয়ে এটি ভারতীয় ক্রিকেটের জন্য এক ঐতিহাসিক রাত।

তবে এই জয়ের আনন্দ শুধু ট্রফি পর্যন্ত সীমাবদ্ধ নয়, অর্থনৈতিক দিক থেকেও এটি এক যুগান্তকারী সাফল্য। কারণ এবারের নারী ওয়ানডে বিশ্বকাপে প্রাইজমানির পরিমাণ ছিল নজিরবিহীন।

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) আগেই ঘোষণা দিয়েছিল—নারী ক্রিকেটে পুরুষদের সমান পুরস্কারমূল্য নিশ্চিত করা হবে। সেই প্রতিশ্রুতি রূপ নিয়েছে বাস্তবে। এবারের আসরে মোট পুরস্কার তহবিল ছিল ১৩.৮৮ মিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৫৩ কোটি টাকা। ২০২২ সালের বিশ্বকাপের তুলনায় এই অর্থের পরিমাণ প্রায় চার গুণ বেশি। আশ্চর্যজনকভাবে, এবারের নারী বিশ্বকাপের মোট প্রাইজমানি পুরুষদের ২০২৩ সালের আসরের (১০ মিলিয়ন ডলার) চেয়েও বেশি।

চ্যাম্পিয়ন হিসেবে ভারত পেয়েছে ৪৪ লাখ ৮০ হাজার মার্কিন ডলার, অর্থাৎ প্রায় ৫৫ কোটি টাকা। তুলনায়, তিন বছর আগে অস্ট্রেলিয়া নারী দল চ্যাম্পিয়ন হয়ে পেয়েছিল মাত্র ১.৩২ মিলিয়ন ডলার—সেখানে ভারতের প্রাপ্তি বেড়েছে প্রায় ২৩৯ শতাংশ। এদিক থেকে দেখলে, নারী ক্রিকেটে এবারই প্রথমবার পুরস্কারের অঙ্ক পুরুষ ক্রিকেটকে ছাড়িয়ে গেছে।

ফাইনালে হারলেও দক্ষিণ আফ্রিকা পেয়েছে চ্যাম্পিয়নের অর্ধেক—২২ লাখ ৪০ হাজার মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৫ কোটি টাকা)। সেমিফাইনাল থেকে বিদায় নেওয়া দুই দল পেয়েছে ১.১২ মিলিয়ন ডলার করে। পঞ্চম ও ষষ্ঠ স্থান অর্জনকারী দল পেয়েছে ৭ লাখ ডলার, আর সপ্তম ও অষ্টম দল পেয়েছে ২ লাখ ৮০ হাজার ডলার করে।

অংশগ্রহণকারী আটটি দলই পেয়েছে অংশগ্রহণ ফি হিসেবে ২ লাখ ৫০ হাজার ডলার। এছাড়া, প্রতিটি গ্রুপপর্বের জয় বাবদ অতিরিক্ত ৩৪ হাজার ৩১৪ ডলার করে দেওয়া হয়েছে।

বাংলাদেশ নারী দল এবারের আসরে সপ্তম স্থান অর্জন করেছে। লিগ পর্বে তিন পয়েন্ট সংগ্রহ করা বাংলাদেশের প্রাপ্তি ২ লাখ ৮০ হাজার ডলার। পাশাপাশি পাকিস্তানের বিপক্ষে পাওয়া একমাত্র জয়ের জন্য আরও ৩৪ হাজার ৩১৪ ডলার যোগ হবে। সব মিলিয়ে বাংলাদেশ পাচ্ছে ৫ লাখ ৬৪ হাজার ৩১৪ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬ কোটি ৯০ লাখ টাকা।

ক্রিকেট বিশ্লেষকদের মতে, এই বিপুল প্রাইজমানি নারী ক্রিকেটের জন্য এক বড় মোড় ঘুরিয়ে দেওয়ার ঘটনা। এটি শুধু অর্থনৈতিক নয়, মানসিকভাবেও নারী ক্রিকেটারদের প্রাপ্য স্বীকৃতি এনে দিয়েছে। ভারতের এই জয় তাই কেবল একটি শিরোপা নয়—এটি নারী ক্রিকেটের নতুন যুগের সূচনা।




কমেন্ট বক্স