খুলনায় দুর্বৃত্তদের গুলিতে এমদাদুল হক (৫৫) নামে এক বিএনপি কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় অপর একজন বিএনপি নেতা মামুন শেখ (৪৫) গুরুতর আহত হয়েছেন।
রোববার (২ নভেম্বর) রাত ৯টার দিকে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) আইটি গেট সংলগ্ন বিএনপি কার্যালয়ে বোমা ও গুলির ঘটনা ঘটে।
আহত মামুন শেখ স্থানীয় খানজাহান আলী থানার যোগীপোল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি সদস্য। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়দের বক্তব্য অনুযায়ী, রাত সাড়ে ৯টার দিকে মামুন শেখ ও অন্যান্য নেতাকর্মী অফিসে বসে ছিলেন। এই সময় দুর্বৃত্তরা হঠাৎ অফিসে প্রবেশ করে দুটি বোমা ছুঁড়ে এবং অন্তত চার রাউন্ড গুলি ছোড়ে। প্রথম গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে পাশের এমদাদুল হকের শরীরে লাগে, যা ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরবর্তী গুলিতে মামুন শেখ গুরুতর আহত হন। হামলার পর দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়।
খানজাহান আলী থানার বিএনপি সভাপতি কাজী মিজানুর রহমান বলেন, “যোগীপোল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদককে গুলি করা হয়েছে। আহতকে হাসপাতালে নেওয়া হয়েছে। একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।”
ওসি মো. তুহিনুজ্জামান জানান, নিহত এমদাদুল হক একটি মাদ্রাসায় শিক্ষকতা করতেন। হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত তা উদঘাটন ও জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে। ঘটনার বিষয়ে এখনও মামলা দায়ের হয়নি।
নিউজ ডেস্ক