ঢাকা

বিআইডব্লিউটিসির মানসুরা আহমেদের পদায়ন বাতিল, আন্দোলন স্থগিত

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি: সংগৃহীত ছবি: সংগৃহীত
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) চিফ পারসোনেল ম্যানেজার হিসেবে মানসুরা আহমেদের পদায়ন বাতিল করায় আন্দোলন স্থগিত করেছেন সংস্থাটির কর্মচারী ইউনিয়নের একাংশ।


রোববার (২৬ অক্টোবর) সকাল ১০টার দিকে বিআইডব্লিউটিসি চেয়ারম্যান মোহাম্মদ সলিমুল্লাহ অফিসে আসার পরপরই আন্দোলনকারীরা তাকে কক্ষে তালাবদ্ধ করে রাখেন।


আন্দোলনকারীদের অভিযোগ, গত বৃহস্পতিবার (২৩ অক্টোবর) চেয়ারম্যান নিজের ইচ্ছামতো মানসুরা আহমেদকে চিফ পারসোনেল ম্যানেজার হিসেবে নিয়োগ দেন, যা নিয়ম ও প্রক্রিয়ার পরিপন্থী।


মানসুরা আহমেদকে “দুর্নীতির সঙ্গে জড়িত” বলে অভিযোগ তুলে আন্দোলনকারীরা জানায়, তার পদায়ন বাতিল না হওয়া পর্যন্ত তারা কর্মসূচি চালিয়ে যাবেন। পরে দুপুর ১২টার দিকে পদায়ন বাতিলের ঘোষণা দেওয়া হলে আন্দোলনকারীরা তাদের কর্মসূচি স্থগিত করেন।


এ সময় তারা আরও দাবি জানান—অস্থায়ী কর্মচারীদের বেতন বিআইডব্লিউটিসির স্থায়ী কর্মচারীদের সমান করা, অতিরিক্ত সময় কাজের জন্য পারিশ্রমিক দেওয়া এবং ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত কর্মীদের জন্য বিশেষ ভাতা চালু করার।



কমেন্ট বক্স