ঢাকা

সাড়ে ২২ ঘণ্টা পর পুরোপুরি চালু মেট্রোরেল

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি: সংগৃহীত ছবি: সংগৃহীত
বিয়ারিং প্যাড পড়ে এক পথচারীর মৃত্যুর ঘটনায় প্রায় সাড়ে ২২ ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকার উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চলাচল আবারও স্বাভাবিক হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) সকাল ১১টা ১৬ মিনিটে উত্তরা ও মতিঝিল দিক থেকে দুটি ট্রেন একযোগে ফার্মগেট স্টেশনে পৌঁছায়।


এর আগে সকাল পৌনে ১১টায় ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে জানায়, বেলা ১১টা থেকে পুরো রুটে মেট্রোরেল সেবা পুনরায় চালু করা হবে। সাময়িক ভোগান্তির জন্য তারা যাত্রীদের কাছে দুঃখ প্রকাশ করে।


সোমবার দুপুর ১২টার দিকে বাংলাদেশ সচিবালয় স্টেশনে দেখা যায়, উত্তরা থেকে আসা ট্রেনে যাত্রী তুলনামূলক কম হলেও মতিঝিলগামী ট্রেনে ছিল ভিড়। নির্ধারিত সময়েই ফার্মগেট থেকে ট্রেন দুটি পুনরায় যাত্রা শুরু করে। তবে স্টেশনে ট্রেনের গতি কিছুটা ধীর ছিল বলে জানান উপস্থিত যাত্রীরা।


রবিবার (২৬ অক্টোবর) দুপুরে ফার্মগেট এলাকায় মেট্রোরেলের একটি পিলার থেকে বিয়ারিং প্যাড পড়ে আবুল কালাম (৪০) নামের এক ব্যক্তি নিহত হন। এ ঘটনার পর নিরাপত্তার কারণে মেট্রোরেল চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়।

মতিঝিলগামী যাত্রী রুবিনা আক্তার বলেন, “মেট্রোরেল বন্ধ থাকায় অফিসে যেতে বেশ সমস্যায় পড়েছিলাম। আজ আবার চালু হওয়ায় স্বস্তি লাগছে। তবে দুর্ঘটনার পর আশা করছি কর্তৃপক্ষ নিরাপত্তা আরও জোরদার করবে।”


উত্তরা থেকে সচিবালয়ে নামা যাত্রী হাসান মাহমুদ বলেন, “মেট্রোরেল এখন আমাদের দৈনন্দিন যাতায়াতের অংশ। বন্ধ থাকায় বিকল্প ব্যবস্থা নিতে হয়েছিল। আজ মনে হচ্ছে ট্রেনের গতি কিছুটা ধীর, সম্ভবত সতর্কতার জন্য।”


ফার্মগেট স্টেশনে দায়িত্বে থাকা ডিএমটিসিএলের এক কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে বলেন, “নিরাপত্তা এখন আমাদের প্রধান অগ্রাধিকার। প্রতিটি পিলার, ট্র্যাক ও যন্ত্রাংশ নতুন করে পরীক্ষা করা হয়েছে। পূর্ণ রুটে সেবা চালু হলেও আমরা অতিরিক্ত নজরদারি রাখছি, যাতে যাত্রীরা নিশ্চিন্তে ভ্রমণ করতে পারেন।”



কমেন্ট বক্স